আজকাল ওয়েবডেস্ক:কখনও জিতেছে, কখনও হেরেছে। ধারাবাহিকতা দেখাতে পারেনি। ফলে কলকাতা লিগে নিজেদেরকেই বিপন্ন করেছে সবুজ-মেরুন

এহেন সবুজ-মেরুন শিবির শনিবার লিগের ম্যাচে বড় জয় পেল। পাঠচক্রকে বড় ব্যবধানে হারাল ডেগি কার্ডোজোর মোহনবাগান। খেলার ফল মোহনবাগানপাঠচক্র ২। করণ রাই হ্যাটট্রিক করলেন। লিগের শেষবেলায় এসে ঝলসে উঠল সবুজ-মেরুন শিবির। সমর্থকরা বলছেন, এই খেলাই যদি আগে খেলত, তাহলে সুপার সিক্সে যাওয়া নিশ্চিত ছিল।

মোহনবাগানের সুপার সিক্সে যাওয়া হচ্ছে না। এএফসি কাপ নিয়ে তারা ব্যস্ত। এটাই ছিল মোহনবাগানের শেষ ম্যাচ। সেই ম্যাচ রাঙিয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেডশুরু থেকে চলল মোহনবাগানের গোলবর্ষণনৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ৬ মিনিটের মাথায় মোহনবাগানকে এগিয়ে দেন পাসাং দোরজি তামাং

এবারের লিগে তিনি নজর কেড়েছেনডুরান্ড কাপের ডার্বিতেও তাঁকে মাঠে নামান। মোহনবাগান অবশ্য বেশিক্ষণ গোল ধরে রাখতে পারেনি। ১৫ মিনিটে সমতা ফেরায় পাঠচক্র। গোল হজম করা মোহনবাগান হয়ে ওঠে আরও ক্ষুরধার। আরও আক্রমণাত্মক।

আরও পড়ুন: মাঠের মধ্যেই মিগুয়েলের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন রবসন, ছুড়ে ফেলেছিলেন ক্যাপ্টেনের আর্মব্যান্ড, দুই বন্ধুর মধ্যে ফাটল

২৪ মিনিটে মোহনবাগান ফের এগিয়ে যায়। এবার করণ রাই ফের গোল করেন সবুজ-মেরুনের হয়ে। ৪৫ মিনিটে গোল করেন পীযূষ। বিরতির সময় মোহবাগান ৩-১ গোলে এগিয়ে যায়। তখনই ম্যাচ প্রায় পকেটে নিয়ে নেয় মোহনবাগান

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চলে মোহনবাগানের আগ্রাসন। করণ রাই ফের গোল করেন সবুজ-মেরুনের হয়ে। ৬৫ মিনিটে করে ফেলেন হ্যাটট্রিক। ৬৯ মিনিটে পাঠচক্র পালটা জবাব দেয়। একটি গোল করে ব্যবধান কমায় তারা। তবে তাতে মোহনবাগান আর নতুন করে বিপদে পড়েনিশেষমেশ খেলার ফলাফল দাঁড়ায় ৫-২।

পাঠচক্রকে হারানোর ফলে ১০ ম্যাচে ১৭ পয়েন্ট মোহনবাগানের। লিগ টেবিলে তারা রয়েছে পঞ্চম স্থানে। বিতর্কিত মেসারার্স ম্যাচ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ফলে বর্তমান সূচি অনুযায়ী, পাঠচক্র ম্যাচটাই গ্রুপে মোহনবাগানের শেষ ম্যাচ

আরও পড়ুন:  'কারও গলগ্রহ হয়ে বাঁচার থেকে মরে যাওয়া ভাল', মোহনবাগানের ডিফেন্ডার এখন আট হাজার টাকার কর্মী