আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপ খেলার বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। চেয়ারম্যান মহসিন নাকভি জানান, সরকারের থেকে এখনও সবুজ সংকেত পায়নি তাঁরা। আইসিসি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পর নিজেদের অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আলোচনায় বসেন পিসিবির প্রধান। এই বিষয়ে বাংলাদেশের পাশে দাঁড়ায় পাকিস্তান। বিশ্বকাপ বয়কট বা ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে। কিন্তু এবার দেশের লোকজনের কাছেই হাসির পাত্র হয়ে উঠেছেন মহসিন নাকভি। প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ মনে করেন, পাকিস্তানের পদক্ষেপ নেওয়ার সময় পেরিয়ে গিয়েছে। তিনি জানান, বিশ্বকাপ খেলার বিষয়টি সরকারের ওপর নির্ভর করলেও, খুব ধীরে চলো গতিতে এগিয়েছে পাকিস্তান।
রশিদ লতিফ মনে করেন, এই মুহূর্তে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়া সম্ভব নয়। কিন্তু ভারত ম্যাচ বয়কট করা এখনও সম্ভব। এমনকী যদি দুটো দল ফাইনালেও ওঠে। লতিফ বলেন, 'যদি পাকিস্তান সরকার বলে, আমরা ভারতের বিরুদ্ধে খেলব না, আইসিসি সেটা মেনে নিতে বাধ্য হবে। সেটা না মানলে, তখনই আসল সমস্যার সূত্রপাত।' পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার জানান, ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হলেও, খেলা উচিত নয় পাকিস্তানের। লতিফ বলেন, 'আমরা খেলব না। প্রতিবাদস্বরূপ আমাদের এমন সিদ্ধান্ত নিতে হবে।'
লতিফ মনে করেন, অনেক আগেই বিশ্বকাপ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারত পাকিস্তান। একইসঙ্গে দাবি, সময় এখন পেরিয়ে গিয়েছে। লতিফ বলেন, 'প্রতিবাদের সময় পেরিয়ে গিয়েছে। সব সিদ্ধান্তের একটা নির্দিষ্ট সময় আছে। পরিস্থিতি গরম থাকতে থাকতে সিদ্ধান্ত নিতে হত। গত সপ্তাহে আইসিসির বৈঠকের পরই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া উচিত ছিল। আমরা বাংলাদেশকে সমর্থন করেছি। ওদের পাশে থেকেছি। এবার সেই পর্ব শেষ হয়ে গিয়েছে। এখন আমরা বয়কট করলে, তেমন প্রভাব পড়বে না।' পিসিবির প্রধান মহসিন নাকভি জানান, পাকিস্তানের আসন্ন টি-২০ বিশ্বকাপ খেলার বিষয়টি শুক্রবার বা সোমবারের মধ্যে নিশ্চিত করা হবে।
