আজকাল ওয়েবডেস্ক: মহমেডানের ভূমিপুত্র সমস্যার সমাধান হল না। বিষয়টি ঠেলে দেওয়া হল আইএফএর গভর্নিং বডির কোর্টে। অর্থাৎ, কলকাতা লিগের ভবিষ্যৎ এখনও বিশ বাঁও জলে। যতদিন না এই সমস্যা মিটছে, কলকাতা লিগের ম্যাচ খেলবে না ডায়মন্ড হারবার। ৮ অক্টোবর আইএফএর শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে মহমেডান স্পোর্টিং তাঁদের বক্তব্য শোনার জন্য পুনরায় আবেদন জানায়। এই সিন্ধান্তের ফলে খেতাবের দৌড়ে পিছিয়ে পড়ে ডায়মন্ড হারবার এফসি। ক্লাবের পক্ষ থেকে তাঁদের বক্তব্য শোনারও আবেদন জানানো হয়। শুক্রবার আইএফএর শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ছিল। সেখানে মহমেডান তাঁদের বিরুদ্ধে ওঠা ভূমিপুত্র খেলানোর নিয়ম লঙ্ঘনের অভিযোগ মেনে নেয়। একইসঙ্গে জানায়, ভুলবশত নিয়ম লঙ্ঘন হয়ে গিয়েছে। বিষয়টি নজরে আসা মাত্র ভুল সংশোধন করে নেয়। শাস্তি কমানোর আবেদন জানায় সাদা কালোর কর্তারা।
এদিন বৈঠকে ডায়মন্ড হারবারের পক্ষ থেকে বলা হয়, অন্য ক্লাবের শাস্তির ফলে বিনা দোষে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাঁরা। শৃঙ্খলারক্ষা কমিটি দুই দলের বক্তব্য শোনার পর বিষয়টি গভর্নিং বডির কাছে পাঠানোর সুপারিশ করে। আইএফএর গভর্নিং বডিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। শুক্রবার বিকেলে শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, দিলীপ নারায়ন সাহা, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল এবং এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি।
