আজকাল ওয়েবডেস্ক: বাস এক ওভার দে দে...। আর ওই এক ওভারেই দুটো উইকেট নিলেন মহম্মদ সিরাজ।
একাই পাঁচ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ধস নামান জশপ্রীত বুমরাহ। সিরাজ ও কুলদীপ যাদবও যোগ্য সঙ্গত করেন।
সিরাজ অবশ্য গোড়ায় উইকেট নিতে পারেননি। অধিনায়ক শুভমান গিল স্থির করেন সিরাজকে আক্রমণ থেকে সরিয়ে নেবেন। তখনই বল করার জন্য অধিনায়কের কাছে প্রায় পীড়াপিড়ি করতে থাকেন। ৯ ওভারে সিরাজ ৪৩ রানের বিনিময়ে কোনও উইকেট নিতে পারেননি।
সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সিরাজ বলেন, ''আর এক ওভার দিয়ে দে...আর ওই ওভারেই দুই উইকেট নিলাম।''
সিরাজকে সাহায্য করেন বুমরাহ। খেলার সময় যখনই সমস্যায় পড়েন হায়দরাবাদি বোলার, তখনই তাঁর রক্ষাকর্তা হিসেবে ধরা দেন চ্যাম্পিয়ন বোলার। সিরাজ বলেন, ''জাসসি ভাই আমাকে বলে স্টাম্প বরাবর বল করলে উইকেট পাওয়ার আশা থাকে। এলবিডব্লিউ করতে পারে বোলার, বোল্ড করতে পারে, এমনকী লেন্থ ঠিকঠাক হলে ক্যাচও হতে পারে।''
সেই বুমরাই আবার বলেছেন, ''সাফল্য পেতে হলে, ধৈর্য ধরতেই হবে।''
একইসঙ্গে তারকা পেসার জানান, ম্যাজিক বল নয়, এরকম পিচে ফোকাস ধরে রাখাই প্রধান চ্যালেঞ্জ। তিনি বলেছেন, ''এখানে আউটফিল্ড ফাস্ট এবং উইকেট শক্ত। ম্যাজিক বল করতে গেলে দ্রুত রান উঠত।''
ভারতীয় পেসাররা নিজেদের নিয়ে গিয়েছেন এক অন্য উচ্চতায়। বুমরাহ সব অর্থেই চ্যাম্পিয়ন বোলার। আর সিরাজ উইকেট নেওয়ার জন্য অধিনায়কের কাছে বল করার জন্য 'ভিক্ষা' করেন।
