আজকাল ওয়েবডেস্ক: বিমান বিভ্রাটে পড়লেন মহম্মদ সিরাজ। গুয়াহাটি থেকে হায়দরাবাদ যাচ্ছিলেন তারকা পেসার। কিন্তু নির্ধারিত সময় ফ্লাইট ছাড়েনি। নির্ধারিত সময়ের থেকে চার ঘণ্টা পেরিয়ে যাওয়া সত্ত্বেও সংস্থার পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ঘণ্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় সিরাজকে। যা নিয়ে প্রচন্ড ক্ষিপ্ত ভারতীয় তারকা। দাবি করেন, বিমান দেরীতে ছাড়ার কোনও কারণ যাত্রীদের জানানো হয়নি। সোশ্যাল মিডিয়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ওপর ক্ষোভ উগরে দেন। বুধবার রাতে সিরাজ লেখেন, 'গুয়াহাটি থেকে হায়দরাবাদগামী এয়ার ইন্ডিয়ার বিমান আইএক্স ২৮৮৪ এর সন্ধে ৭.২৫ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু ফ্লাইট সঠিক সময় ছাড়েনি। ঘণ্টায় পর ঘণ্টা বসিয়ে রাখা হয়েছে যাত্রীদের। বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও সঠিক কারণ জানানো হয়নি। এটা খুবই হতাশাজনক। বিমান দেরীতে ছাড়ার কারণ জানার অধিকার আছে যাত্রীদের। ইতিমধ্যেই চার ঘণ্টা কেটে গিয়েছে। কিন্তু এখনও আমাদের কিছু জানানো হয়নি। জঘন্য অভিজ্ঞতা। আমি সবাইকে এই বিমানে না চড়ার পরামর্শ দেব।' বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় লেখেন সিরাজ।
সোশ্যাল মিডিয়ায় সিরাজের এই বার্তার পর টনক নড়ে বিমান সংস্থার। এক্স হ্যান্ডেলে পাল্টা বার্তা পাঠিয়ে ক্ষমাপ্রার্থী হয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। তাঁদের বিবৃতিতে বলা হয়েছে, 'আপনাদের অসুবিধার সম্মুখীন হওয়ার জন্য আমরা দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি, অপারেশনাল কারণে ফ্লাইট বাতিল হয়েছে। যাত্রীদের জন্য আমরা তার বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করছি। আমাদের টিম বিমানবন্দরে রয়েছে, এবং যাত্রীদের সাহায্য করার চেষ্টা করছে। আমরা বুঝতে পারছি এই পরিস্থিতির জন্য আপনারা কতটা অসুবিধায় মধ্যে পড়েছেন। ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য এবং পরিস্থিতি বোঝায় জন্য আমরা কৃতজ্ঞ। আমরা সবদিক থেকে সহায়তা করার চেষ্টা করছি।'
গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে হারের পর বাড়ি ফিরছিলেন সিরাজ। তখনই এই ঘটনা ঘটে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস নিয়ে এইধরনের ঘটনা নতুন নয়। আগেও ঘটেছে। কোনও নির্দিষ্ট কারণ না জানিয়ে একাধিকবার শেষ মুহূর্তে বিমান বাতিল করার অভিযোগ ওঠে সংস্থার বিরুদ্ধে। এবার সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা সিরাজ তুলে ধরায় সংশ্লিষ্ট বিমানসংস্থার টনক নড়ে কিনা সেটাই দেখার। প্রসঙ্গত, প্রথম ইনিংসে দুটো উইকেট পান তারকা পেসার। কিন্তু দ্বিতীয় ইনিংসে সাফল্য পাননি। মাত্র পাঁচ ওভার বল করেন। কোনও উইকেট পাননি। নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে সিরিজ হারে ভারত। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হার টিম ইন্ডিয়ার।
