আজকাল ওয়েবডেস্ক: লর্ডস টেস্টের প্রথম ইনিংসে জোড়া উইকেট নেন মহম্মদ সিরাজ। উইকেট পাওয়ায় পর আকাশের দিয়ে তাকাতে দেখা যায় টিম ইন্ডিয়ার তারকা পেসারকে। পরে জানান, নিজের দুটো উইকেট দিয়েগো জোটাকে উৎসর্গ করেন। কয়েকদিন আগেই গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন পর্তুগিজ তারকা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফ্যান সিরাজ। এই ঘটনায় অত্যন্ত দুঃখিত হন এবং শোকপ্রকাশ করেন। জীবনের অনিশ্চয়তার কথা তুলে ধরেন। তাই লর্ডসে উইকেট তোলার পর নিজের আচরণ এবং শরীরীভাষা দিয়ে জোটাকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন। বিসিসিআইয়ের পোস্ট করা একটি ভিডিওতে এর কারণ জানান ভারতীয় পেসার।
সিরাজ বলেন, 'আগের ম্যাচ খেলতে যখন আমরা আসছিলাম, তখন দিয়েগো জোটার গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর খবর পাই। আমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য পর্তুগালের ফ্যান। আমি খবরটা পেয়ে খুবই আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। জীবন খুবই অনিশ্চিত। আমরা সবকিছুর জন্য এত লড়াই করি, তবে আমরা জানি না কাল কী অপেক্ষা করছে। জীবনের কোনও গ্যারান্টি নেই। আমি আজ উইকেট পাওয়ায় ওকে উৎসর্গ করলাম। এটা আমার ওর প্রতি শ্রদ্ধা।' সিরাজের এই কথাগুলো মনে ছুঁয়ে যায়। এই ঘটনা ওকে কতটা নাড়িয়ে দিয়েছে, স্পষ্ট বোঝা যায়। সবধরনের খেলার ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে যে একটা নিবিড় যোগ রয়েছে, সেটা স্পষ্ট হয়ে যায়। সিরাজের এই আচরণ ফ্যানদের মনে ছুঁয়েছে।
৩ জুলাই স্পেনে একটি গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় জোটার। মাত্র ২৮ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পর্তুগিজ তারকা। ভাইয়ের সঙ্গে গাড়িতে ছিলেন যখন এই ঘটনা ঘটে। সতীর্থ এবং বন্ধুর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে যান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সোশ্যাল মিডিয়ায় হৃদয়বিদারক পোস্ট করেন। জোটার মৃত্যু কোনওভাবেই মেনে নিতে পারেননি সিআরসেভেন। মাত্র কয়েক সপ্তাহ আগে পাশাপাশি দাঁড়িয়ে পর্তুগালের নেশনস লিগ জয়ের উৎসব পালন করেন। সেই স্মৃতি তাঁকে তাড়া করে। সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো লেখেন, 'কোনও মানে হয় না। কয়েকদিন আগেই আমরা জাতীয় দলে একসঙ্গে ছিলাম। সবে ও বিয়ে করেছিল। তোমার পরিবার, স্ত্রী এবং ছেলেমেয়েদের জন্য সমবেদনা রইল। ঈশ্বর ওদের শক্তি দিক। আমি জানি তুমি ওদের সঙ্গে সর্বত্র থাকবে। শান্তিতে থেকো দিয়েগো এবং আন্দ্রে। আমরা সবাই তোমাকে মিস করব।' প্রসঙ্গত, পর্তুগালের হয়ে ৪৯টি ম্যাচ খেলেন জোটা। ২০১৭ সালে ইংল্যান্ডে আসার আগে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং পোর্তোয় খেলেন জোটা। লিভারপুলে যোগ দেওয়া মাত্র ফ্যানদের ফেভারিট হয়ে যান। রেডদের হয়ে ৬৫টি গোল করেন। ২০২১-২২ মরশুমে জেতেন লিগ কাপ এবং এফএ কাপ।
