আজকাল ওয়েবডেস্ক: ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের ওপেনিং দিন দাপুটে পারফরম্যান্স ভারতীয় বোলারদের। পেসাররা মোট ৭ উইকেট তুলে নেয়। তারমধ্যে সিংহভাগ যশপ্রীত বুমরার।‌ ফাইভ স্টার পারফরম্যান্স তারকা পেসারের। জোড়া উইকেট মহম্মদ সিরাজের। যদিও শুরুটা তেমন ভাল করেননি। উইকেট পেতে অপেক্ষা করতে হয়। দক্ষিণ আফ্রিকার ইনিংস মাত্র ১৫৯ রানে শেষ হওয়ার পর মহম্মদ সিরাজ জানান, এই পিচে ব্যাট করা কঠিন ছিল। বোলারদের মধ্যে পথ দেখান বুমরা। জোড়া উইকেট সিরাজ এবং কুলদীপের। আইডেন মার্করাম এবং রায়ান রিকেলটন শুরুটা ভালই করে। কিন্তু দ্রুত দুই ওপেনারের মোমেন্টাম ভেঙে দেন বুমরা। 

নতুন বলে উইকেট পাওয়া সহজ ছিল না। তবে বলের চকচকে ভাব উঠে যাওয়ায় পর বোলারদের জন্য কিছুটা সুবিধা হয়। সিরাজ বলেন, 'নতুন বল ব্যাটে আসছিল। বল নরম হয়ে যাওয়ার পর বাউন্স নীচু হয়ে যায়। বলে রিভার্স সুইং হচ্ছিল। জানতাম স্ট্যাম্প বরাবর বল করলে, উইকেট নেওয়ার সম্ভাবনা তৈরি হবেই। এই পিচে ব্যাটারদের রান পাওয়া সহজ নয়।' সিরাজ জানান, উইকেটের দুই প্রান্ত অন্যরকম ছিল। তাই একটা দিকে ব্যাট করা কঠিন ছিল। সিরাজ বলেন, 'উইকেটের একপ্রান্ত ব্যাটিং সহায়ক ছিল। অন্য প্রান্তে অসমান বাউন্স ছিল। রান তোলে কঠিন ছিল।' 

এদিন শুরুটা ভাল করেননি সিরাজ। প্রথমদিকে কিছুটা ছন্দপতন ঘটে। কিন্তু বুমরার পরামর্শে উইকেটে ফেরেন।  সিরাজ বলেন, 'জাস্সি ভাই বলে স্ট্যাম্প বরাবর বল করতে পারলে উইকেট নেওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে এলবিডব্লু, বোল্ড করা এবং ক্যাচের বিকল্প থাকবে।' তারকা পেসারের পরামর্শ কাজে দেয়। বুমরার কথা মেনে বল করে উইকেট পান। দিনের শেষে ১ উইকেট হারিয়ে ভারতের রান ৩৭। ভারতীয় পেসার জানান, প্রথম দিনের শেষে তাঁদের অবস্থানে খুশি টিম ম্যানেজমেন্ট। সিরাজ বলেন, 'মাত্র এক উইকেট হারিয়ে আমরা ভাল জায়গায় আছি। মার্করাম এবং রিকেলটলের পার্টনারশিপ ওদের ভাল জায়গায় নিয়ে যাচ্ছিল। আমরা আসল সময় প্রত্যাবর্তন করেছি। এই মুহূর্তে আমরা ম্যাচে এগিয়ে।' ১২২ রানে পিছিয়ে ভারত। পিচ ভারতীয় ব্যাটারদেরও পরীক্ষার মুখে ফেলে দেবে।