আজকাল ওয়েবডেস্ক: দু'দিন আগেই মহম্মদ সামির বিবাহবিচ্ছেদ মামলায় তারকা বোলারকে খোরপোশ দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। স্ত্রী এবং কন্যাকে মাসে ৪ লক্ষ টাকা দিতে হবে। কিন্তু তাতে সন্তুষ্ট নন হাসিন জাহান। সামির প্রাক্তন স্ত্রী দাবি করেন, তারকা ক্রিকেটারের লাইফস্টাইল অনুযায়ী টাকার অঙ্ক খুবই কম। তাঁরা প্রতি মাসে ১০ লক্ষ টাকা দাবি করেছে। কোর্টের অর্ডার অনুযায়ী, ১.৫ লক্ষ টাকা হাসিনকে দিতে হবে, ২.৫ লক্ষ দিতে হবে মেয়ে আইরাকে। একটি সাক্ষাৎকারে হাসিন বলেন, 'ও যেভাবে জীবনযাপন করে, চার লক্ষ খুবই কম। চার বছর আগে আমরা ১০ লক্ষ চেয়েছিলাম। জীবনযাত্রার খরচ অনেক বেড়ে গিয়েছে। আমরা আবারও অঙ্ক বাড়ানোর দাবি করব। কোর্টের এই রায় আমার জয়। আমি ইমতিয়াজ ভাই এবং হাইকোর্টের আইনজীবীর কাছে কৃতজ্ঞ। তবে আমার মনে হয়, আমাদের আরও বেশি টাকা প্রাপ্য। যাতে আমি আমার মেয়ের খেয়াল রাখতে পারি।'
বুধবার হাসিনের আইনজীবী ইমতিয়াজ জানান, খোরপোশের অঙ্ক চার থেকে বেড়ে ছয় হতে পারে। তিনি বলেন, '২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত ন্যায় পাওয়ার আপ্রাণ চেষ্টা করেছে হাসিন। শেষপর্যন্ত হাসিনকে দেড় এবং মেয়েকে আড়াই লক্ষ দেওয়ার নির্দেশ দেয় কোর্ট। এছাড়াও মেয়ের যেকোনো প্রয়োজনে সাহায্য করতে হবে সামিকে। তবে খোরপোশের অঙ্ক বাড়ার সম্ভাবনা রয়েছে। সেটা বেড়ে ৬ লক্ষ হতে পারে। কারণ হাসিন আবেদনে ৭ এবং ৩ লক্ষ দাবি করেছিল।' দিন দুয়েক আগেই বিবাহবিচ্ছেদের মামলায় বড় ধাক্কা খান সামি। হাসিন জাহান এবং মেয়ে আইরার ভরণপোষণের জন্য প্রতি মাসে চার লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কোর্টের রায় অনুযায়ী, হাসিনকে প্রতি মাসে দেড় লক্ষ টাকা দিতে হবে। মেয়েকে দিতে হবে আড়াই লক্ষ টাকা। গত সাত বছরের টাকাও দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
