আজকাল ওয়েবডেস্ক: একদিনের ক্রিকেটেও নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে অধিনায়কত্ব করবেন শুভমন গিল। যার ফলে ২০২৭ বিশ্বকাপে রোহিত শর্মা এবং বিরাট কোহলির খেলা নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে।
ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ মনে করেন ২০২৭ বিশ্বকাপে অবশ্যই খেলবেন হিটম্যান। কাইফ বলছেন, ''দলে অভিজ্ঞ ওপেনারের প্রয়োজন। পুরোপুরি নতুন দল নিয়ে দক্ষিণ আফ্রিকায় যাওয়া সম্ভব নয়। সেখানকার কন্ডিশন ভিন্ন। কখনও বল মুভ করে, উইকেটে থাকে বাউন্স। দক্ষিণ আফ্রিকায় নতুন ক্রিকেটার নিয়ে গেলে তারা সমস্যায় পড়তে পারে।''
আরও পড়ুন: অনবদ্য শতরানে রোহিত-বিরাটকে ছাপিয়ে গেলেন গিল, ৫১৮ রানে ইনিংস ঘোষণা ভারতের...
একটি রিপোর্ট অনুযায়ী, দলের সংস্কৃতি নষ্ট করতে চায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। অজিত আগারকর স্পষ্ট জানিয়ে তিনজন অধিনায়ক তত্ত্বে বিশ্বাসী নয় তাঁরা। তিন ফরম্যাটে তিন নেতা থাকা সম্ভব নয়।
কাইফ বলছেন, '' বাউন্স সামলানোর মতো ব্যাটসম্যান লাগবে দক্ষিণ আফ্রিকায়। কাট-পুল ভাল খেলতে পারে এমন খেলোয়াড় দরকার। রোহিত শর্মার মতো খেলোয়াড় দরকার। দক্ষিণ যেভাবে খেলে থাকে। ওই ধরনের পিচে রোহিতের কার্যকারিতা বেশি।''
ভারতের প্রাক্তন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন চান বিরাট কোহলি ও রোহিত শর্মা ২০২৭ বিশ্বকাপ খেলার ব্যাপারে সিরিয়াস। অশ্বিন চান দুই মহাতারকা ইন্ডিয়া এ দলের হয়ে খেলুন। এমনকী বিজয় হাজারেতেও খেলুন রোহিত ও কোহলি। অশ্বিন বলছেন, "রোহিতের অধিনায়কত্ব নিয়ে বিতর্কের কিছু নেই। কিন্তু ২০২৭ বিশ্বকাপের কি দিকনির্দেশ করছে? নির্বাচক কমিটি এবং কোচের জিজ্ঞাসা করা প্রশ্নটিই এটাই। তাদের মধ্যে স্পষ্টতই আলোচনা হয়েছে এবং দুটি বিষয় উঠে এসেছে, এক, কোহলি এবং রোহিত আমাদের ২০২৭ বিশ্বকাপ পরিকল্পনায় নেই। দুই, যদি তাদের সত্যিই অন্তর্ভুক্ত করা হয়, তাহলে তারা কি ২০২৭ সালের আইসিসি টুর্নামেন্ট পর্যন্ত তাদের ফর্ম বজায় রাখতে পারবে? দুটোই বড় প্রশ্ন।"
অশ্বিনের সংযোজন, ''একদিকে নির্বাচন। অন্যদিকে রোহিত ও কোহলি। একই মুদ্রার দুটো পিঠ। নির্বাচন দেখে মনে হচ্ছে নির্বাচকরা সামনের দিকেই তাকাচ্ছেন। ওদের সার্ভিস পেতে হলে ইন্ডিয়া এ দলের হয়ে ওরা খেলতে পারে। বিজয় হাজারে ট্রফিতেও খেলতে পারে।''
অস্ট্রেলিয়ায় গিলের নেতৃত্বে খেলবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তবে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দুই মহাতারকা টানতে পারবে কিনা সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। দুই তারকার ফর্মের ওপর সেটা অনেকটাই নির্ভর করবে। কাইফের মতো প্রাক্তন ক্রিকেটার অবশ্য মনে করছেন ২০২৭ বিশ্বকাপে খেলবেন হিটম্যান।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া সিরিজের আগে বাড়ছে উত্তাপ, ট্র্যাভিস হেড জানালেন, ‘বিরাট খুব বিরক্ত করে’
