আজকাল ওয়েবডেস্ক: লিডস টেস্টে একাধিক ক্যাচ মিস করেছেন যশস্বী জয়েসওয়াল। যার খেসারত দিতে হয়েছে। এক টেস্টে ভারতীয় ব্যাটারদের পাঁচ শতরান সত্ত্বেও হার সচরাচর দেখা যায় না। কিন্তু বোলিং এবং ফিল্ডিং ব্যর্থতার ঘরের মাঠে রেকর্ড জয় তুলে নেয় ইংল্যান্ড। প্রথম টেস্টে চারটে গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলেন যশস্বী। এত ক্যাচ ফেলার কারণ খুঁজলেন ভারতের একসময়ের অন্যতম সেরা ফিল্ডার। মহম্মদ কাইফের দাবি, যশস্বীর হাতের স্ট্রাপের জন্য একাধিক ক্যাচ মিস হচ্ছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওতে কাইফ বলেন, 'কেন যশস্বী জয়েসওয়াল ক্যাচ মিস করছে? আমরা ডিউক বলেই প্র্যাকটিস করছি। আমরা চোট পেলে, স্ট্র্যাপ বাঁধি। এমন পরিস্থিতিতে আঙুল আটকে যায়। ফ্রি মুভমেন্টের জায়গা থাকে না। ক্যাচ ধরে রাখা যায় না কারণ স্ট্র্যাপটা স্পঞ্জের মতো হয়ে যায়। বল বাউন্স করে বেরিয়ে যায়। এটাই সমস্যার।' 

প্রথম ইনিংসে যশপ্রীত বুমরার বলে স্লিপে ক্যাচ দেন অলি পোপ। কিন্তু তাঁর কব্জিতে লেগে বল মাটিতে পড়ে। সুযোগ কাজে লাগিয়ে শতরান করেন পোপ। কিছুক্ষণ পর হ্যারি ব্রুকের ক্যাচ ফেলেন। বুমরার বলেই চতুর্থ স্লিপে ক্যাচ দেন। কিন্তু মিস করেন যশস্বী। ৯৯ রান করেন ব্রুক। দ্বিতীয় ইনিংসে মহম্মদ সিরাজের বলে বেন ডাকেটের ক্যাচ মিস করেন। তখন ৯৭ রানে ছিলেন ইংল্যান্ডের ওপেনার। সুযোগ কাজে লাগিয়ে ১৪৯ রান করেন ডাকেট। যা ইংল্যান্ডের জয়ের ভীত শক্ত করে। যশস্বীর এই ক্যাচ মিস পার্থক্য গড়ে দিলেও, নির্দিষ্ট কাউকে দোষারোপ করতে চাননি গৌতম গম্ভীর। হারের দায় সার্বিকভাবে দলের ওপরই চাপান।