আজকাল ওয়েবডেস্ক: মুস্তাফিজুর রহমানকে নিয়ে প্রশ্ন উড়ে এসেছিল আফগানিস্তানের ক্রিকেটার মহম্মদ নবির দিকে। রিপোর্টারের প্রশ্নে মেজাজ হারালেন আফগান তারকা।
মুস্তাফিজুরকে নিয়ে বিতর্ক তুঙ্গে। কলকাতা নাইট রাইডার্স তাঁকে ছেড়ে দিয়েছে বিসিসিআই-এর নির্দেশে। আর তার পর থেকেই দুই দেশের পরিস্থিতি ঘোরাল আকার ধারণ করেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা ছিল নোয়াখালি এক্সপ্রেস ও ঢাকা ক্যাপিটালসের। নোয়াখালি এক্সপ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করছেন নবি ও তাঁর ১৯ বছরের ছেলে হাসান এইসাখিল।
খেলার শেষে বাংলাদেশি রিপোর্টারের প্রশ্নে ভীষণ বিরক্ত হন নবি। নবি মনে করেন মুস্তাফিজুরের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।
নবি বলে ওঠেন, ''এর সঙ্গে আমার কী সম্পর্ক? মুস্তাফিজুরের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। পলিটিক্সে আমাদের কী কাজ? মুস্তাফিজুর ভাল বোলার। কিন্তু যেভাবে আপনি প্রশ্ন করছেন, তার সঙ্গে আমার কোনও সম্পর্কই নেই।''
এদিকে আইসিসির তরফ থেকে বিসিবি-র কাছে মেল এসেছে। তাতে কিন্তু ভারত-শ্রীলঙ্কার মাটিতে হতে চলা মেগা ইভেন্টে বাংলাদেশের অংশ নেওয়া নিয়েই প্রশ্ন তৈরি হয়ে গেল।
Respect for Nabi & Afghanistan +9999 📈
— Jara (@JARA_Memer)
Afghan cricketer Md. Nabi, who is currently playing in the Bangladesh Premier League (BPL), was asked about Mustafizur Rahman being released from the IPL.
Nabi got angry and refused to comment on the matter. 😡🤬
🇮🇳 🩷 🇦🇫 pic.twitter.com/FoRFkPwpMyTweet by @JARA_Memer
আইসিসি-র নিরাপত্তা বিভাগের তরফ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে যে চিঠি পাঠানো হয়েছে, সেই চিঠিতে কী বলা আছে? বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা ডা. আসিফ নজরুল এদিন জানিয়েছেন, আইসিসি-র নিরাপত্তা বিভাগ থেকে পাঠানো চিঠিতে তিনটি কারণের কথা বলা হয়েছে, যেগুলোর জন্য নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে বাংলাদেশের। তার মধ্যে একটি কারণ মুস্তাফিজুরকে নিয়ে। বাংলাদেশের তারকা বাঁ হাতি পেসার দলে থাকলে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সমস্যা বাড়তে পারে।
বাংলাদেশের সংবাদ মাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়েছে। এই চিঠির পরে বাংলাদেশের সংশয় আরও বাড়ল বললেও অত্যুক্তি করা হবে না।
আইসিসি-র পাঠানো এমন যুক্তিকে একপ্রকার উড়িয়ে দিচ্ছেন ক্রীড়া উপদেষ্টা। আইসিসি-র নিরাপত্তা দপ্তরের পাঠানো চিঠি অনুযায়ী, বাংলাদেশের তারকা বোলার মুস্তাফিজুর রহমানকে বাইরে রেখে দল পাঠানো হলে সমস্যা অনেকটা দূর হবে।
কিন্তু আইসিসি-র এমন অদ্ভুত যুক্তিকে উড়িয়ে দিচ্ছে বাংলাদেশ।
