আজকাল ওয়েবডেস্ক: ১৬ বছর তিনি নিয়োজিত করেছেন দেশের ক্রিকেটের জন্য। অথচ আর একটা বছর আমরা দিতে পারলাম না তাঁকে। রোহিত শর্মার হাত থেকে নেতৃত্ব কেড়ে নেওয়ার পরে ঠিক এইভাবেই নির্বাচকদের সিদ্ধান্তকে দুষেছেন ভারতের প্রাক্তন তারকা মহম্মদ কাইফ।
ইনস্টাগ্রামে কাইফের বক্তব্যের সেই রিল ভাইরাল হয়েছে। সেখানে কাইফকে বলতে শোনা গিয়েছে, ''ভারতীয় ক্রিকেটকে ১৬ বছর দিয়েছে রোহিত শর্মা। অথচ সেই রোহিতকেই আমরা একটা বছর দিতে পারলাম না। ১৬টা আইসিসি ইভেন্টে ভারত ১৫টা ম্যাচ জিতেছে। মাত্র একটায় হার মেনেছে। সেটা ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।''
আরও পড়ুন: মিশনে হিটম্যান! অস্ট্রেলিয়ায় প্রাক্তন পাক অধিনায়কের রেকর্ড ভাঙার হাতছানি রোহিতের সামনে...
২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ। সেভাবে বললে আর একবছর হাতে রয়েছে। কিন্তু নির্বাচকরা বড্ড তাড়াহুড়ো করে ফেললেন। নতুন অধিনায়ক শুভমান গিলের হাতে তুলে দিলেন ওয়ানডে ফরম্যাটেরও দায়িত্ব। ভুলে গেলেন রোহিত শর্মা দেশকে ট্রফি দিয়েছেন। চ্যাম্পিয়ন করিয়েছেন। কাইফ বলেন, ''দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে ভারতকে সাহায্য করেছে রোহিত। রোহিতের নেতৃত্বে ভারত ট্রফি জিতেছে। ২০২৪ সালের বিশ্বকাপও রয়েছে এর মধ্যে।''
মহম্মদ কাইফের সংযোজন, ''বিশ্বকাপে অভিজ্ঞ ক্রিকেটারদের দরকার। তারা যদি মনে করে ওদের সঙ্গে ভাল ব্যবহার করবে না, ওরা অবসরের কাছাকাছি, তাহলে সেটা তাদের ব্যাপার। কিন্তু ওরা যদি বিশ্বকাপে খেলে তাহলে ওদের ব্যাট থেকে ম্যাচ জেতানো ইনিংস অবশ্যই আসবে। আমার একটাই অনুরোধ দু-তিনটি ইনিংস দিয়ে ওদের যেন বিবেচনা করা না হয়।''
রোহিতের হাত থেকে নেতৃত্ব চলে যাওয়ার খবরে কাইফের মতোই বিস্মিত হরভজন সিং। ভারতের স্কোয়াড ঘোষিত হওয়ার পরে ভাজ্জিকে বলতে শোনা গিয়েছে, ''শুভমান গিলকে অভিনন্দন। টেস্ট ক্রিকেটে ভাল নেতৃত্ব দিয়েছে গিল। এবার ওয়ানডে-তেও ওকে দায়িত্ব দেওয়া হল। এবার ওর কাছে নতুন চ্যালেঞ্জ। রোহিতকে সরিয়ে দেওয়া হল নেতৃত্ব থেকে। কিন্তু সাদা বলের ফরম্যাটে রোহিত সবসময়ে দুর্দান্ত রেকর্ডের অধিকারী। সত্যি বলতে কী, এই খবরে আমি বিস্মিত। অস্ট্রেলিয়ায় ওকেই নেতৃত্ব দেওয়া উচিত ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে।''
হিটম্যান প্রসঙ্গে ভাজ্জি আরও বলেন, ''ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ। অস্ট্রেলিয়ায় আরও একবার ওকে নেতৃত্ব দেওয়া যেত। ২০২৭ বিশ্বকাপ এখনও অনেক দূরে। গিল আরেকটু বাদেও দায়িত্ব নিতে পারত। শুভমানের জন্য আমি খুশি কিন্তু রোহিতকে সরানোয় আমি দুঃখিত।''
কিন্তু রোহিতের হাত থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া হল কেন? নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর এর পিছনের কারণ দর্শিয়েছেন। তিনি বলেছেন, ''তিনটি ফরম্যাটে তিন অধিনায়ক একেবারে অসম্ভব ব্যাপার। পরিকল্পনা করাও অসম্ভব একপ্রকার। ওয়ানডে ফরম্যাট সব চেয়ে কম খেলা হবে। ২০২৭ বিশ্বকাপ হতে আর দুই বছর বাকি। খুব বেশি ওয়ানডে আমরা খেলব না। টি-টোয়েন্টি ফরম্যাটেই সবাই ফোকাস রাখবে। ওয়ানডে বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। নতুন অধিনায়ককে সময় দিতে হবে।''
আরও পড়ুন: তেরো বছর আগে এলকোর বিরুদ্ধে বিরাট জয়, বিশেষ দিনে অস্কারের কাছে কল্যাণী ফিরল পয়মন্ত হয়েই
