আজকাল ওয়েবডেস্ক: গৌতম গম্ভীর জমানায় ভারতীয় দলের সাজঘরে খোলামেলা ভাবটাই আর নেই। সবাই ভয়ে ভয়ে রয়েছেন। ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ বলেছেন, গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এমন এক আবহাওয়া তৈরি করে রেখেছে যেখানে ব্যাটিংয়ের জায়গা নিয়ে অনিশ্চয়তা টেস্ট ব্যাটসম্যানদের অগ্রগতিকে বাধা দিচ্ছে। বিশেষ করে ঘরের মাঠে। 

ইডেন গার্ডেন্সে ভারত হার মানল ৩০ রানে। তিন ঘণ্টাও ব্যাট করতে পারেননি ভারতের তারকা ব্যাটাররা। 

ভারতীয়দের মধ্যে ওয়াশিংটন সুন্দর সর্বোচ্চ ৩১ রান করেন। শেষের দিকে অক্ষর প্যাটেল পাল্টা মারের খেলা শুরু করেন। দুটো ছক্কা হাঁকিয়ে বুকের উপরে চেপে বসা পাহাড়টা সরিয়ে নিয়েছিলেন প্রায়। কিন্তু শেষ মেশ তাঁর জন্য শেষ হাসি তোলা ছিল না।  

নিজের ইউটিউব চ্যানেলে মহম্মদ কাইফ বলেছেন, ''যে খেলোয়াড়ই খেলুক না কেন, তাদের পাশে কেউ দাঁড়াচ্ছে, এমন অনুভূতি কারও মধ্যে নেই। কোনও সমর্থন নেই। সবাই ভয় নিয়ে খেলছে। স্বাধীন ভাবে কেউ খেলছে না।'' 

তিনি আরও বলেন, "১০০ রান করেও সরফরাজ খানের জায়গা নিশ্চিত নয়। ১০০ রান করার পরও ফিরতে পারছে না সরফরাজ। সাই সুদর্শন ৮৭ রান করে। পরের টেস্ট ম্যাচে খেলবে না ও। আমার মনে হয় এই দলে অনেক বিভ্রান্তি রয়েছে।" 

স্পিনের বিরুদ্ধে ভাল খেলে ভারতীয় ব্যাটাররা। কিন্তু প্রোটিয়া স্পিনার হার্মার ইডেনে দৈত্য অবতারে ধরা দিলেন। 

এখনকার প্রজন্মের কেউ শেন ওয়ার্ন বা মুথাইয়া মুরলীধরন বা সাকলিন মুস্তাককে খেলেননি। 

যত দিন এগোচ্ছে, ভারতীয়দের স্পিন বোলিংয়ের বিরুদ্ধে দুর্বলতা ততই প্রকট হচ্ছে। কাইফ বলেছেন, ''প্লেয়ারদের নিজেদের উপরে বিশ্বাস কমে যাচ্ছে। নিরাপত্তাহীনতা গ্রাস করছে। নিরাপত্তাহীনতা নিয়ে ঘূর্ণি পিচে খেলতে নামলে ভাল কিছু হবে না।''