আজকাল ওয়েবডেস্ক: রবিবার ফের মহারণ। এশিয়া কাপে ভারত–পাকিস্তান ফাইনাল। তার আগে নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। এদিকে, মহারণের আগে ভারতীয় ক্রিকেটেই যেন ‘গৃহযুদ্ধ’ লেগে গেল। যার একদিকে প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ, অন্যদিকে এশিয়া কাপে ভারতের অন্যতম শক্তি জশপ্রীত বুমরা। এক্স হ্যান্ডলে পোস্ট, পাল্টা পোস্টে সরগরম ভারতীয় ক্রিকেট। তবে শেষ পর্যন্ত ‘ঢোঁক গিলেছেন’ কাইফ। তাতে কি বিতর্ক থামবে?
আরও পড়ুন: অভিষেক বচ্চন নাকি ভারতীয় দলের ওপেনার! মুখ ফসকে বলে ফেলেই শোয়েব আখতারকে যা যা শুনতে হল...
কাইফ এক্স হ্যান্ডলে লিখেছিলেন, ‘রোহিতের সময় বুমরা সাধারণত ১, ১৩, ১৭, ১৯ তম ওভারে বল করত। এশিয়া কাপে সূর্যর অধীনে প্রথমে তিন ওভার বল করে নেয়। চোটের আতঙ্ক এড়াতে বুমরা এখন গা গরম থাকতে বল করে। বাকি ১৪ ওভারে যদি বুমরা মাত্র ১ ওভার করে, তাহলে ব্যাটারদের জন্য সেটা স্বস্তির। বিশ্বকাপে শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে তা ভারতকে বিপদে ফেলতে পারে।’ যার জবাবে বুমরা লেখেন, ‘আগেও ভুল বলেছ, আবারও ভুল বলছ।’ আসলে সাম্প্রতিক সময়ে বুমরার চোট–আঘাত নিয়ে অনেক চর্চা হয়েছে। বিশেষ করে ‘ওয়ার্কলোড’ নিয়ে বহু প্রশ্নের মুখে পড়েছেন। স্বাভাবিকভাবেই কাইফের বক্তব্যে সেই বিতর্ক ওঠার সম্ভাবনা রয়েছে। সম্ভবত সেটারই জবাব দিলেন ভারতীয় পেসার।
তবে বিষয়টা নিয়ে আর জলঘোলা করেননি কাইফ। এই পাল্টা জবাবের উত্তরে কাইফ লেখেন, ‘তোমার একজন শুভাকাঙ্ক্ষী ও ভক্তের ক্রিকেট পর্যবেক্ষণ হিসেবেই বিষয়টা গ্রহণ করো। তুমি ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ উইনার। আর আমি জানি ভারতের জার্সিতে সর্বস্ব দিতে হলে কী পরিশ্রম করতে হয়!’
