আজকাল ওয়েবডেস্ক: ভারতের মেয়েরা বিশ্বকাপ জেতার পর ৫১ কোটি আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। রোহিত শর্মারা টি-২০ বিশ্বকাপ জেতার পর ১২৫ কোটি দিয়েছিল বোর্ড। একদিকে যখন ছেলেদের এবং মেয়েদের ক্রিকেটে সামঞ্জস্য আনার কথা চলছে, তখন বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। দুটোই বিশ্বকাপ জয়। বরং, ভারতের মেয়েরা ৫০ ওভারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। তাসত্ত্বেও হরমনপ্রীত এবং রোহিতদের মধ্যে এমন পার্থক্য কেন? এই নিয়ে ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছে। তারই মধ্যে এমন একটি দাবি করে বসলেন মিতালি রাজ, যা এই বিতর্ক আরও উস্কে দেবে। কয়েকদিন আগে পর্যন্ত মেয়েদের ক্রিকেটকে হেলাফেলা, তাচ্ছিল্য করা হত। বছর ২০ আগে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল। একটি সাক্ষাৎকারে নিজের ক্রিকেটজীবনের সঙ্গে এখনকার তুলনা টানেন মিতালি। মেয়েদের একদিনের ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারী ভারতের প্রাক্তন অধিনায়ক। ২০০৫ বিশ্বকাপে রানার্স হওয়ার সত্ত্বেও মেয়েদের দলের প্রত্যেককে ম্যাচ প্রতি মাত্র ১০০০ টাকা দেওয়া হয়। 

১৯৭৩ থেকে ২০০৬ পর্যন্ত মেয়েদের ক্রিকেটের দায়িত্ব ছিল উইমেন্স ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। ২০০৬ নভেম্বরে এই সংস্থাকে বিসিসিআইয়ের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়। মিতালি বলেন, 'কোনও বার্ষিক চুক্তি ছিল না। কোনও ম্যাচ ফি ছিল না। ২০০৫ বিশ্বকাপে রানার্স হওয়ার পর, ম্যাচ প্রতি আমাদের ১০০০ টাকা দেওয়া হয়। শুধুমাত্র সেই টুর্নামেন্টের জন্য। এছাড়া আমাদের কোনও ম্যাচ ফি ছিল না। মেয়েদের ক্রিকেটে কোনও অর্থ ছিল না। সেক্ষেত্রে ম্যাচ ফি কোথা থেকে আসবে? মেয়েদের ক্রিকেট বিসিসিআইয়ের অধীনে আসার পর ম্যাচ ফি এবং বার্ষিক চুক্তি চালু হয়। প্রথমে সিরিজ প্রতি চালু করা হয়। তারপর ম্যাচ প্রতি। সম্প্রতি ছেলেদের ক্রিকেটের সঙ্গে আর্থিক সামঞ্জস্য রাখা হচ্ছে।' প্রসঙ্গত, ২০২২ সালের অক্টোবরে যুগান্তকারী ঘোষণা করেন বোর্ডের তৎকালীন সচিব জয় শাহ। জানানো হয়, ভারতীয় ক্রিকেট দলের ছেলেরা এবং মেয়েরা একই ম্যাচ ফি পাবে। অর্থাৎ, প্রত্যেক টেস্টে প্লেয়াররা ১৫ লক্ষ টাকা পায়। একদিনের ম্যাচে ৬ লক্ষ। এছাড়াও প্রতি টি-২০ ৩ লক্ষ করে পায়। 

রবিবার মধ্যরাতে দেশকে গর্বিত করেছে ভারতের মেয়েরা। ৫০ ওভারের ক্রিকেটের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ জিতেছে ভারতের মেয়েদের দল। মিতালি রাজ, ঝুলন গোস্বামীরা যা পারেননি সেটা করে দেখান হরমনপ্রীতরা। রবিবার রাতে মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়ার মেয়েরা। রাত জেগে হরমনপ্রীত, স্মৃতিদের উৎসবে সামিল হয় মুম্বই। প্রায় রাত দেড়টা, দুটো পর্যন্ত মুম্বইয়ের আকাশে আলোর রোশনাই দেখা যায়। বাজি ফাটে। সোমবার হোটেলেই কাটান স্মৃতি মান্ধানা, জেমাইমা রডরিগসরা‌। বিশ্বজয়ী ক্রিকেটারদের পরিবার তাঁদের সঙ্গে আনন্দের জোয়ারে সামিল হয়। বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ ভারতের বিশ্বকাপজয়ী দলের।