আজকাল ওয়েবডেস্ক: জেক পলের কাছে হেরে গেলেন? নাকি বয়সের কাছেই পরাস্ত হলেন মাইক টাইসন? যাঁর বিরাশি সিক্কার ঘুসিতে প্রতিপক্ষ মূর্চ্ছা যেতেন, একটা আপার কাট বা জ্যাব দারুণ শক্তিশালী বক্সারকে নক আউট করে দিত, সেই মাইক টাইসনকেও হেরে যেতে হল এদিন। বুঝিয়ে দিল, সময়ের কাছে সবাইকেই হারতে হয় একদিন। একসময়ের ভীতিপ্রদ বক্সার এখন বৃদ্ধ হইয়াচ্ছেন। এটাই বাস্তব। 

টাইসন বনাম জেক পল, এই লড়াইয়ের পারদ চড়ছিল গত কয়েকদিন ধরে। বক্সিং রিংয়ে নামার আগে ৩১ বছরের ছোট জেক পলকে সজোরে থাপ্পর মেরে টাইসন শিরোনামে চলে এসেছিলেন। কিন্তু রিংয়ে কি সেই পুরনো টাইসনকে দেখা গেল? যে টাইসন প্রবল গতিতে ছুটে যেতেন প্রতিপক্ষের দিকে। তার পরে ঘুসিতে ঘুসিতে প্রতিপক্ষকে রক্তাক্ত করে দিতেন।

২০০৫ সালের পরে রিংয়ে ফিরেছিলেন কিংবদন্তি। কিন্তু ফেরাটা যে মসৃণ হল না। হবেই বা কী করে, টাইসন আগের থেকে অনেকাংশে হয়ে গিয়েছেন শ্লথ। অসম বয়সী বক্সারের কাছে হার মানলেও টাইসন কিন্তু এই যুদ্ধের পরে টাকার পাহাড়েই চড়েছেন। পত্রপত্রিকায় যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ম্যাচ হেরে গেলেও টাইসনের আয় হয়েছে ২০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬৮ কোটি টাকা।

ইউটিউবার থেকে গত পাঁচ বছরের মধ্যে পেশাদার বক্সার বনে যাওয়া জেক পল কত পেলেন এই লড়াই থেকে? সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জেক পলের পকেটে গিয়েছে ৪০ মিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩৭ কোটি টাকা। লড়াইয়ের আগে জেক পল বলেছিলেন, ''আই অ্যাম হিয়ার টু মেক ৪০ মিলিয়ন ডলার অ্যান্ড নক আউট আ লিজেন্ড।'' জেক পলের কাছে নক আউট অবশ্য হননি টাইসন। লড়ে গিয়েছেন তিনি। আইকনিক এই মুষ্টিযুদ্ধের পরে জেক পল বলে গেলেন, ''মাইকই সর্বকালের সেরা। ওই গ্রেটেস্ট অফ অল টাইম।''