আজকাল ওয়েবডেস্ক: ভারতের তারকা উইকেট কিপার ঋষভ পন্থ হৃদয় জিতে নিয়েছেন গ্রেস হেডেনের। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেনের কন্যা গ্রেস। তিনি এখন দিল্লি প্রিমিয়ার লিগে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। সেখানেই তাঁকে পন্থের কথা বলতে শোনা গিয়েছে।
ভারতের তারকা উইকেট কিপার যেভাবে চোট সারিয়ে ফিরে এসে ক্রিকেট খেলছেন, তাতেই গ্রেস অবাক হয়ে গিয়েছেন। তিনি বলছেন, ''আমার হৃদয়ে ঋষভ পন্থের জন্য আলাদা জায়গা রয়েছে। চোট সারিয়ে যেভাবে ফিরে এসেছে পন্থ, যে লড়াকু মানসিকতা দেখিয়েছে এবং যে পর্যায়ে এখন খেলছে তা উল্লেখযোগ্য। পন্থ অত্যন্ত শক্তিশালী একজন মানুষ। আমি স্যালুট জানাই।''
ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও পন্থ সাহসিকতার পরিচয় রেখেছেন। ক্রিস ওকসের ডেলিভারি পায়ের পাতায় আছড়ে পড়েছিল পন্থের। পায়ের পাতায় চিড় ধরে। ভাঙা পা নিয়ে ব্যাট করতে নামেন দলের খারাপ সময়ে। পন্থের এহেন সাহসী ব্যাটিং দেখে অভিভূত ম্যাথু হেডেনের কন্যা। গ্রেস হেডেন সেই ইনিংস দেখে বলেছেন, ''এটা অবিশ্বাস্য ইনিংস।'' শচীন-কন্যা সারা তেণ্ডুলকরের ভাল বন্ধু গ্রেস।
সামনেই এশিয়া কাপ। দল নির্বাচন হবে সম্ভবত ১৯ কিংবা ২০ আগস্ট। যা ভিতরের খবর, তাতে যশস্বী জয়েসওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শনদের কথা এশিয়া কাপের জন্য ভাবা হচ্ছে না। এখন শোনা যাচ্ছে ঋষভ পন্থও এশিয়া কাপের জন্য নির্বাচকদের ভাবনায় নেই। ম্যাঞ্চেস্টার টেস্টে তিনি চোট পেয়েছিলেন। খেলতে পারেননি ওভাল টেস্টে। অন্তত ছয় সপ্তাহ বিশ্রাম নিতে হবে ঋষভকে।
পন্থ ছাড়াও এশিয়া কাপের জন্য ভাবা হচ্ছে না যশস্বী জয়সওয়ালের নামও। আর লোকেশ রাহুল ২০২২ সালের নভেম্বরের পর আর দেশের হয়ে টি–২০ খেলেননি।৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপে। দুবাইয়ে ১৪ সেপ্টেম্বর ভারত–পাক মহারণ। সুপার ফোরে ফের দুই দল মুখোমুখি হতে পারে। আর ফাইনালে দু’দল উঠবে মুখোমুখি হবে তিন বার। যেহেতু আগামী বছর টি২০ বিশ্বকাপ তাই টুর্নামেন্ট হবে কুড়ি বিশের সংস্করণে।
১৯ ম্যাচের ১১টি হবে দুবাইয়ে। তার মধ্যে ফাইনালও রয়েছে। বাকি আটটি ম্যাচ হবে আবুধাবিতে। ভারতের গ্রুপ লিগের তিনটি ম্যাচ ১০, ১৪ ও ১৯ সেপ্টেম্বর যথাক্রমে সংযুক্ত আরব আমিরশাহি, পাকিস্তান এবং ওমানের বিরুদ্ধে।
সূত্রের খবর, তাতে শুভমন গিল, যশস্বী জয়সওয়ালদের টি২০ দলে রাখা হবে না। কারণ এশিয়া কাপ ফাইনাল ২৯ সেপ্টেম্বর। আর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হবে ২ অক্টোবর থেকে। তাই সম্ভবত টেস্ট সিরিজের কথা ভেবে গিল, যশস্বী কিংবা বুমরাকে রাখা হবে না টি২০ দলে। অর্শদীপ সিং, হর্ষিত রানা সম্ভবত থাকবেন। মহম্মদ সিরাজকেও সম্ভবত বিশ্রাম দেওয়া হবে। দুবাইয়ের উইকেটের কথা ভেবে সম্ভবত স্পিনার বাড়তি রাখা হবে দলে।
আরও পড়ুন: এই তারকা ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে সঞ্জীব গোয়েঙ্কার দল, লখনউয়ে নতুন সদস্য...
