আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ফুটবলে এবার গড়াপেটার কালো ছায়া। মিজোরাম লিগে এই ঘটনা ঘটেছে। একাধিক ম্যাচে গড়াপেটার অভিযোগ উঠেছে। এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনটে ক্লাব এবং ২৪ জন ফুটবলারকে নির্বাসিত করা হল। তারমধ্যে দু'জনকে আজীবন নির্বাসিত করা হয়েছে। ব্যবস্থা নেওয়া হয়েছে ক্লাবের তিন কর্তার বিরুদ্ধে। অভিযুক্ত ক্লাব কর্তা এবং ফুটবলারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মিজোরাম ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, 'আমাদের ফুটবল লিগে কিছু অনৈতিক কার্যকলাপ হয়েছে। এটা ফুটবলের ক্ষতি করে। সমর্থকদের আবেগকে আঘাত করে। তদন্তের পর আমরা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। যেই ক্লাবগুলো গড়াপেটার সঙ্গে জড়িত, ভবিষ্যতে তাঁদের খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কর্তা এবং ফুটবলারদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।'
গড়াপেটায় জড়িত তিন ক্লাব রামলুন অ্যাথলেটিক এফসি, সিফির ভেঙ্গলুন এফসি এবং এফসি বেথলেহেম। মিজোরামের ফুটবল সংস্থার নিয়ম অনুযায়ী, তিন ক্লাবের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী তিন বছর তাঁরা কোনও টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। নির্বাসিত ২৪ জনের মধ্যে সবচেয়ে বেশি সিফির ভেঙ্গলুন এফসির ফুটবলার। এই তালিকা রয়েছে মোট ১৪ জন। চানমারি এফসির ফুটবলার লালনুনজামা এবং এফসি বেথলেহেমের ফুটবলার এল লোথাকে আজীবন নির্বাসিত করা হয়েছে। চারজনকে পাঁচবছর নির্বাসিত করা হয়েছে। ১০ জন ফুটবলারকে তিন বছরের জন্য নির্বাসনে পাঠানো হয়েছে। বাকি আটজনকে একবছর নির্বাসিত করা হয়েছে।
