আজকাল ওয়েবডেস্ক: আবার বাইশ গজে গড়াপেটার ছায়া। ইউপি টি-২০ লিগ কেঁপে গেল ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে। কাশি রুদ্রসের টিম ম্যানেজার অর্জুন চৌহন দাবি করেন, তাঁকে এক কোটি টাকার প্রস্তাব দিয়েছিল একজন বুকি। অভিযোগ অনুযায়ী, লখনউয়ে একজন তাঁর সঙ্গে বুকি বলে আলাপ করে। দলের ম্যানেজারকে খেলার পরিস্থিতি অনুযায়ী প্লেয়ার ম্যানেজ করার অনুরোধ করেন। লখনউয়ের সুশান্ত গলফ সিটি পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়। ইনস্টাগ্রামের মাধ্যমে তাঁকে এক কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। সংশ্লিষ্ট বুকি বলেন, দলের একজন নির্দিষ্ট প্লেয়ার তাঁর স্ট্র্যাটেজি অনুযায়ী খেলবে। বলা হয়, টাকা মার্কিন ডলারে অনলাইনে দেওয়া হবে।
ম্যাচ গড়াপেটার অভিযোগে জানানো হয়েছে, যে ব্যক্তি দলের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেছিল, তাঁর ইনস্টাগ্রাম আইডি @vipss_nakrani, সে নিজেকে বড় বুকি বলে দাবি করে। এছাড়াও দলের ম্যানেজারকে লোভনীয় প্রস্তাব দেয়। ম্যাচ প্রতি ৫০ লক্ষ রোজগার করার রাস্তা বলে দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন বিভাগের অফিসার হরদয়াল সিং চম্পাবত সুশান্ত গলফ সিটি পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছে। বিএনএস ৪৯, ৫৬, ৬১, ৬২, ১১২, ৩১৮, ৩১৯ এবং পাবলিক গ্যাম্বলিং অ্যাক্টের ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। লখনউ পুলিশ তদন্ত চালাচ্ছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেও ক্রিকেটে একটি গড়াপেটার ঘটনা ঘটে। পাঁচ বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করা হয় শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটার সালিয়া সমানকে। আইসিসির দুর্নীতিদমন শাখা এই শাস্তি ঘোষণা করে। এমিরেটস ক্রিকেট বোর্ডের দুর্নীতিদমন কোড ভাঙেন তিনি। ২০২১ আবু ধাবি টি-২০ লিগে নিয়ম ভাঙার জন্য ২০২৩ সেপ্টেম্বরে শাস্তির কোপে পড়েন। তাঁকে নিয়ে মোট আটজনের বিরুদ্ধে দুর্নীতিদমন কোড ভাঙার অভিযোগ ওঠে। তাঁদের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠে। ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর সমানকে নির্বাসিত করা হয়। আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, 'শুনানিতে লিখিত এবং মৌখিক প্রেজেন্টেশনের পর ২.১.১ ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। যা ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত। এছাড়াও ২.১.৩ ধারা এবং ২.১.৪ ধারায় তিনি অভিযুক্ত। টাকা দিয়ে বিপক্ষ দলের প্লেয়ারকে কেনার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।' সম্প্রতি শ্রীলঙ্কার ক্রিকেটারদের ম্যাচ গড়াপেটার একাধিক ঘটনার সঙ্গে জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। কয়েকদিন আগেই গড়াপেটার অভিযোগ ওঠে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে। শ্রীলঙ্কার প্রাক্তন অফ স্পিনার সচিত্র সেনানায়কের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে। ২০২০ লঙ্কা প্রিমিয়ার লিগে সতীর্থ ক্রিকেটারকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেন সচিত্র। এই অভিযোগ আনে হামবানটোটা হাইকোর্ট।
