আজকাল ওয়েবডেস্ক:‌ প্লে অফের দৌড়ে থাকা আরসিবি খেল বড় ধাক্কা। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আরসিবি। আর একটি ম্যাচ জিতলেই প্লে অফ হয়ে যাবে নিশ্চিত। কিন্তু তার আগেই এল বড় ধাক্কা। চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন দেবদত্ত পাডিক্কাল। 


পাডিক্কালের জায়গায় মায়াঙ্ক আগরওয়ালকে দলে নিয়েছে আরসিবি। ৯ জুন আরসিবির ম্যাচ রয়েছে লখনউয়ের বিরুদ্ধে। তার আগেই এই খবর জানাল ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ।


২৪ বছরের পাডিক্কাল হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। এই চোটই তাঁকে ছিটকে দিল। এবারের আইপিএলে ১০ ম্যাচে ২৪৭ রান করেছিলেন পাডিক্কাল। ছিল দুটি অর্ধশতরান। 


পরিবর্ত হিসেবে নেওয়া মায়াঙ্ক আগেও আরসিবির হয়ে খেলেছেন। আইপিএলে ১২৭ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই ডানহাতি ব্যাটারের। রান করেছেন ২৬৬১। একটি শতরানও রয়েছে তাঁর। আছে ১৩টি অর্ধশতরান। মায়াঙ্ককে ১ কোটি টাকায় দলে নিয়েছে আরসিবি।


এক বিবৃতিতে একথা জানিয়ে দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। আরসিবির হয়ে তিনে ব্যাট করছিলেন পাডিক্কাল। স্ট্রাইক রেট ছিল ১৫০.‌৬১। আর ৩৪ বছরের মায়াঙ্কের আইপিএল কেরিয়ার শুরুই হয়েছিল আরসিবিতে। এছাড়াও একাধিক দলে তিনি খেলেছেন। ২০২৪ সালে ছিলেন হায়দরাবাদে। কিন্তু সফল হননি। ৪ ম্যাচে করেছিলেন মাত্র ৬৪ রান।