আজকাল ওয়েবডেস্ক:‌ বড় রান পাচ্ছেন না। রোহিত শর্মা কবে আইপিএলে রান পাবেন?‌ এই প্রশ্ন উঠে গিয়েছে। হায়দরাবাদ ম্যাচ জিতলেও ১৬ বলে ২৬ করেছেন রোহিত। কিন্তু দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার মার্ক বাউচার মনে করছেন বড় রান করার সময় এসে গিয়েছে রোহিতের।


বাউচারের কথায়, ‘‌রোহিত আস্তে আস্তে ছন্দে ফিরছে। বোলারদের উপর কর্তৃত্ব করতে দেখা যাচ্ছে। হায়দরাবাদ ম্যাচে তিনটে ছয় মেরেছে। রোহিতের এই স্টাইলটাই পছন্দ করি। বোলারদের ভয়ঙ্কর রকম চাপের মধ্যে ফেলে দেয়। ৩০ এর কোঠায় রান করেছে। বোঝাই যাচ্ছে খুব শীঘ্রই বড় রান করবে রোহিত। সেই জায়গাটায় চলে এসেছে ও।’‌ 


ম্যাচে ২ উইকেটের পাশাপাশি ৩৬ রান করেছেন উইল জ্যাকস। বাউচারের কথায়, ‘‌শুরুতে সেই পারফরম্যান্সটা করতে পারছিল না জ্যাকস। তবে হায়দরাবাদ ম্যাচে নিজেকে মেলে ধরল। সত্যিকারের একজন অলরাউন্ডার। পাশাপাশি পার্টটাইম স্পিনটাও দারুণ করে।’‌


এরপরই বাউচার বলেছেন, ‘‌ঠিক সময়ে দারুণ বোলিং করে দুটি গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছে জ্যাকস। এরপরেই ব্যাটিংয়ে আত্মবিশ্বাস পেয়ে যায়। অবশেষে দলের জন্য কন্ট্রিবিউট করতে পারল ও। কিন্তু এতদিন কেন পারছিল না সেটাই হল প্রশ্ন।’‌


ব্যাটে বলে কামাল করেছেন হার্দিকও। এক উইকেটের পাশাপাশি করেছেন ৯ বলে ২১। বাউচার বলছেন, ‘‌হার্দিক বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। হার্দিক জ্বলে উঠলে দল সাধারণত জেতে।’‌ বাউচার আরও বলেছেন, ‘‌বল হাতে হার্দিকের ভূমিকা দারুণ লাগছে। পাওয়ার প্লে ছাড়াও মিডল ওভারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর উইকেট পেলে আত্মবিশ্বাস বাড়ে। সেটাই ব্যাটিংয়ের আত্মবিশ্বাসও বাড়িয়ে দেয়।’‌