আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিকে ইতিহাস সৃষ্টি করেন মানু ভাকের। এক অলিম্পিকে জোড়া পদক জয়ের রেকর্ড গড়েন। মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল এবং ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জেতেন ২২ বছরের শুটার। দেশকে গর্বিত করার পরও ট্রোলের মুখে পড়তে হয় মানুকে। বিভিন্ন ইভেন্টে নিজের জোড়া পদক নিয়ে যাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা হয় তাঁকে। কিন্তু তাঁর যোগ্য জবাব দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দেন তারকা শুটার। মানু বলেন, 'আমি করবই। কেন করব না? সবাই নিজের পদক দেখাতে চায়। তাই আমি সঙ্গে করে নিয়ে যাই। যদি কেউ দেখতে চায়, দেখাতে পারি। অনেকেই পদক দেখানোর অনুরোধ করে। অনেক আয়োজক আবার অনুষ্ঠানে পদক নিয়ে আসতে বলে। সেটা নিয়ে গেলেই ইভেন্টে একাধিক ছবি ওঠে।' মানু জানিয়ে দিলেন, নিজের ইচ্ছার পাশাপাশি আয়োজকদের অনুরোধের জন্যও পদক নিয়ে যেতে বাধ্য হন তিনি।
গত সপ্তাহে একটি সর্বভারতীয় চ্যানেলের অনুষ্ঠানে যোগ দেন মানু ভাকের। যেখানে প্যারিস অলিম্পিক পর্যন্ত যাত্রা নিয়ে খোলামেলা কথা বলেন ভারতীয় শুটার। জোড়া পদক জেতার পর যে ভালবাসা পান তিনি, তারও উল্লেখ করেন। প্রশ্ন করা হয়, অন্য কোনও তারকার সঙ্গে নিজের জীবন অদলবদল করতে চাইবেন কিনা তিনি? তার উত্তরে মানু বলেন, 'আমি আমার জীবন অন্য কারোর সঙ্গে বদল করতে চাইব না। সময় ভাল না গেলেও না। আমি কখনই সেটা করতে চাইব না।' শুটিং ছাড়া ভবিষ্যতে অন্য কিছু করতে চাইবেন কিনা প্রশ্ন করা হয় তাঁকে। যার জবাবে মানু বলেন, 'শুটিং আমার জীবনের প্রথম প্রেম। যতদিন সম্ভব শুটিং চালিয়ে যেতে চাইব এবং দেশের হয়ে আরও পদক জেতার চেষ্টা করব। আমি আরও অনেক কিছু করতে ভালবাসি, তবে সবার আগে শুটিং।'
