আজকাল ওয়েবডেস্ক: বাংলার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি  ভারতের হেডস্যর গৌতম গম্ভীরকে তীব্র আক্রমণ করলেন। তাঁর দাবি রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনকে ধীরে ধীরে অবসর নিতে বাধ্য করছেন গম্ভীর। 

বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন অবসর নেন অশ্বিন। ইংল্যান্ড সফরের ঠিক আগে রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেন। 

এবার অস্ট্রেলিয়া সফরের জন্য যে দল ঘোষণা হয়েছে,তাতে ওয়ানডে ফরম্যাটে হিটম্যানের হাত থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছে। সবাই মনে করছেন রোহিত ও কোহলিকে হয়তো ২০২৭ বিশ্বকাপে দেখা যাবে না।  

আরও পড়ুন: মাঠে ফিরছেন পন্থ, কোন ট্রফি দিয়ে কামব্যাক করছেন তারকা ক্রিকেটার?

এই প্রেক্ষিতে মনোজ তিওয়ারি বিস্ফোরণ ঘটিয়েছেন। একটি ওয়েবসাইটকে তিনি বলেছেন, ''সিনিয়র প্লেয়াররা যদি থাকে, অশ্বিন থাকে, রোহিত থাকে, তাহলে তারা কোচের সিদ্ধান্ত পছন্দ না হলে প্রশ্ন করতে পারে। কারণ এরা হেডকোচ, অন্য স্টাফদের থেকে অনেক বেশি প্রতিষ্ঠিত। ফলে এটাই দেখতে হবে যে এই ক্রিকেটাররা যেন দলে না থাকে।'' 

মনোজ আরও বলেছেন, ''এই কোচ দায়িত্ব গ্রহণের পর থেকে নানা বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠছে। বেশ কিছু ঘটনা ঘটেছে যা ভারতীয় ক্রিকেটের জন্য মোটেও ভাল নয়। গম্ভীর হেডকোচ হওয়ার পর অশ্বিন অবসর নিয়েছে। রোহিত-বিরাটও তাই। আরও কিছু ঘটনা ঘটেছে। যেমন অপ্রত্যাশিত ভাবে ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার পরে সরাসরি প্রথম একাদশে জায়গা পেয়েছে। গম্ভীরের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।'' 

অস্ট্রেলিয়া সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা করা হয়েছে। সেই দলে জায়গা পেয়েছেন কোহলি ও রোহিত। কিন্তু কতদিনের জন্য ভারতীয় দলে খেলবেন তাঁরা সেবিষয়ে কোনও গ্যারান্টি নেই। মনোজ তিওয়ারি বলছেন, ''চাপের পরিস্থিতি তৈরি করা হয়েছে, ক্রিকেটারদের উপরে চাপ তৈরি করা হয়েছে। রোহিত আর বিরাট ভারতীয় ক্রিকেটকে সেবা করে এসেছে। ভারতীয় ক্রিকেটকে অন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছে ওরা। নিজেদের নিংড়ে দিয়েছে ওরা।'' 
মনোজ ব্যাখ্যা দিয়ে বলছেন, ''এই ক্রিকেটাররা যদি মনে করে নিজেদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং তারা আর ড্রেসিং রুমে স্বাগত নয়, তাহলে তারা অবসরের ভাবনাচিন্তা করবে। ওরা খেলতে চায় বলেই মনে করি। সাদা বলের ফরম্যাটে এই দুই ক্রিকেটার এককথায় দুর্দান্ত। বিশ্বকাপের স্কিমে এই দুই তারকাকে যদি গম্ভীর না রাখে তাহলে বিরাট বড় ভুল করবে।'' 

২০২৭ বিশ্বকাপের জন্য বিরাট কোহলি ও রোহিত শর্মাকে পরামর্শ দিলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। কিংবদন্তি সুনীল গাভাসকর ভারতের দুই মহারথী বিরাট কোহলি ও রোহিত শর্মার জন্য পরামর্শ দিয়ে বলছেন, ''এই দু'জন বিজয় হাজারে ট্রফিতে খেলুক। যদি কোনও আন্তর্জাতিক ওয়ানডে টুর্নামেন্টের সঙ্গে সূচি না মেলে তাহলে ওরা বিজয় হাজারে ট্রফিতেই খেলুক। এটাই একমাত্র উপায় নিজেকে ফিট রাখা ও ম্যাচ প্র্যাকটিসের জন্য।''

 

আরও পড়ুন: আইপিএল ছেড়ে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা অন্য দেশের লিগে, সত্যি?‌...