আজকাল ওয়েবডেস্ক: রবিবার সৌদি আরবের জেদ্দায় আইপিএলের মেগা নিলাম। ভারতীয় সময় দুপুর তিনটে থেকে শুরু হবে নিলাম। ২.৫০ নাগাদ শেষ হবে ভারত-অস্ট্রেলিয়া পারথ টেস্টের তৃতীয় দিনের খেলা। তারপরই শুরু বহু প্রতীক্ষিত নিলাম। ২৪ এবং ২৫ নভেম্বর দু'দিন ব্যাপী নিলাম চলবে।

জেদ্দায় আইপিএলের মেগা নিলাম সঞ্চালনার দায়িত্বের ভার অর্পিত হয়েছে মল্লিকা সাগরের উপরে। তাঁর হাতুড়ির আঘাতের উপরে নির্ভর করছে দেশি-বিদেশি ক্রিকেটারদের জীবন। আইপিএলের নিলাম অতীতেও সঞ্চালনা করেছেন। আর এই নিলাম সঞ্চালনা করেই রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছেন মল্লিকা সাগর। গতবারও দুবাইয়ে আইপিএলের নিলাম পরিচালনা করেন তিনি। এবার অবশ্য জেদ্দায় মেগানিলাম। মেগা নিলামে প্রথমবার তিনি। স্টার্ক-পন্থদের আকাশছোঁয়া দরের দিকে তাকিয়ে থাকবে ক্রিকেটবিশ্ব। মল্লিকার দিকেও নজর থাকবে সবার। 

২০২১ সালে ভারতের প্রো কাবাডি লিগের নিলাম সঞ্চালনা করেন মল্লিকা। কিন্তু আইপিএল নিলাম সঞ্চালনা করার পরই পরিচিতি বাড়ে। ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেই যে দ্রুত জনপ্রিয়তা বাড়ে। ২০২২ সালের আইপিএলের নিলামে মল্লিকাকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছিল। হিউ এডমেডসের স্বাস্থ্য নিয়ে আশঙ্কা ছিল। সেবারের নিলামের মাঝপথে জ্ঞান হারান এডমেডস। বাকি নিলাম অবশ্য সঞ্চালনা করা হয়নি মল্লিকার। চারু শর্মা বাকিটা পরিচালনা করেন। 

২০২৩ সালে মল্লিকা একক ভাবে আইপিএলের নিলাম পরিচালনা করেন। মুম্বইয়ের এক ব্যবসায়ী পরিবারে জন্ম মল্লিকার। শিল্পকলার ইতিহাসে স্নাতক তিনি। ২০০১ সালে নিউইয়র্কের খ্যাতনামা নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিসের হয়ে প্রথম নিলাম সঞ্চালনা করেন মল্লিকা। পরবর্তীকালে আরও কয়েকটি নিলাম প্রতিষ্ঠানের নিলাম সঞ্চালনা করেন মল্লিকা। নিলামের দুনিয়া তাঁকে জনপ্রিয় করে তোলে।