আজকাল ওয়েবডেস্ক: ১৭টি সংস্করণ হয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে একদম কাছে গিয়েও বারবার ট্রফি হাতছাড়া হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে অন্যতম বড় ফ্যানবেস আরসিবির। কিন্তু কাপ না আসায় বারবার খালি হাতে ফিরতে হয়েছে ভক্তদের। তবে আইপিএল শুরুর আগে এবার ভাইরাল এক ভিডিও। প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় সঙ্গমে এক ভক্ত পুণ্যস্নান করালেন আরসিবির জার্সিকে। এই খবর সামনে আসতেই তা রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আরসিবিকে জেতানোর জন্য ভক্তরা যেভাবে প্রার্থনা করেন তা এক অন্য মাত্রায় গিয়ে পৌঁছেছে এমনটাই মত বেশিরভাগের।

 

প্রয়াগরাজে কুম্ভমেলা শুরু হওয়ার পর থেকে অনেক ধরনের খবরই সামনে এসেছে। আইআইটি বাবা থেকে শুরু কর সবজিওয়ালে বাবা, মালা ব্যবসায়ীরা ভাইরাল হয়েছেন। কিন্তু ক্রিকেটভক্তদের দেশে কুম্ভমেলার মত জায়গায় এইরকম ঘটনা সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। তিনবারের আইপিএল ফাইনালিস্টদের জন্য ওই ক্রিকেট ভক্ত গিয়েছেন কুম্ভমেলায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ওই সমর্থক পবিত্র জলে আরসিবির জার্সিকে ধুচ্ছেন, সম্ভবত আসন্ন আইপিএলে আরসিবির সাফল্য কামনা করেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি এমনটাই জানাচ্ছেন নেটিজেনরা। সোশ্যল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, মহা কুম্ভ মেলা, সবসময়ের জন্য আরসিবি। 

 

ভিডিওর শুরুতে দেখা যায়, এক ব্যক্তি আরসিবির জার্সি হাতে এক সাধুর পাশে দাঁড়িয়ে রয়েছেন। জার্সি পবিত্র জলে ডোবানোর আগে ওই ব্যক্তি সাধুর সঙ্গে ছবি তোলেন, তাঁর আশীর্বাদ নেন। তারপর ওই জার্সিটি গঙ্গা, যমুনা ,সরস্বতীর পবিত্র সঙ্গমে ডুবিয়ে দেন। তিনবার ডোবানোর পর জার্সিটি জল থেকে তুলে তিনি দু’হাত দিয়ে সেটিকে ওপরে তুলে ধরেন। তারপর ধীরে ধীরে সেটিকে নিয়ে তীরের দিকে এগিয়ে যান। ভক্তদের অনেকে জানাচ্ছেন, মাঠের বাইরে আরসিবির ইমপ্যাক্ট প্লেয়ার এই ব্যক্তি। ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলির মত ক্রিকেটাররা এই জার্সি পরে খেলেছেন। তবে ট্রফি না জিতলেও ২০০৯, ২০১১, ২০১৬ সালে ফাইনাল খেলেছে বেঙ্গালুরু। এবারও ট্রফি জেতার লক্ষ্যে ফের নামতে চলেছেন বিরাট কোহলিরা।