আজকাল ওয়েবডেস্ক: আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন লুইস সুয়ারেজ। সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন তিনি।  কোপা আমেরিকার সময়ে বিয়েলসা তাঁদের সঙ্গে ভাল ব্যবহার করেননি বলে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন উরুগুয়ের ফুটবলার। বিয়েলসার কোচিংয়ে উরুগুয়ে একাধিক দলে বিভক্ত হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন সুয়ারেজ। 

উরুগুয়ের বিখ্যাত ফুটবলার বলেছেন, ''পরিস্থিতি সুবিধার না হলে  খেলোয়াড়দের যেন দোষারোপ করা না হয়। সমর্থকদের কাছে এটাই আমার আবেদন। বিয়েলসা যেভাবে ট্রেনিং করাত তাতে একাধিক দলে বিভক্ত হয়ে গিয়েছিল দল।'' 

বিয়েলসার কোচিং পদ্ধতিতে একদমই সন্তুষ্ট নন সুয়ারেজ। তিনি বলেছেন, ''খেলোয়াড়দেরও সহ্যের সীমা রয়েছে। সেটা অতিক্রম করলে বিস্ফোরণ তো ঘটবেই। অনেকেই আমাকে বলেছে, তারা শুধু কোপা আমেরিকাই খেলছে, এর বেশি কিছু নয়।'' 

কিন্তু কোপা আমেরিকার সময়ে চুপ ছিলেন কেন সুয়ারেজ? কেন সেই সময়ে মুখ খুললেন না? উরুগুয়ের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা বলেছেন, ''সবাই জানেন অভিজ্ঞ খেলোয়াড় বা প্রকৃত নেতার সঙ্গে মানিয়ে নিতে পারেন না বিয়েলসা। জাতীয় দলের প্রতি শ্রদ্ধাশীল বলে সেই সময়ে আমি চুপ করে ছিলাম। আমি সমস্যা তৈরি করতে চাইনি।''