আজকাল ওয়েবডেস্ক: লখনউ সুপার জায়ান্টের নতুন অধিনায়ক ঋষভ পন্থ। সোমবার আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেওয়া হল তাঁর হাতেই থাকবে লখনউ ক্যাপ্টেনের আর্মব্যান্ড। 

২৭ কোটি টাকার বিনিময়ে পন্থকে দলে নেয় এলএসজি। পাঞ্জাব সুপার কিংস ২৬.৭৫ কোটির বিনিময়ে শ্রেয়স আইয়ারকে দলে নেয় পাঞ্জাব কিংস। তার পরই পন্থ বুঝতে পারেন তিনি লখনউয়েই যাবেন। ক্রীড়া বিষয়ক একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পন্থকে বলতে শোনা গিয়েছে, ''আমার ভিতরে একটাই টেনশন কাজ করছিল। সেটা হল পাঞ্জাব। পাঞ্জাবের বাজেট অনেকটাই ছিল। ১১২ কোটি। তার পরে দ্বিতীয় সর্বোচ্চ ছিল ৮২ কোটি। শ্রেয়স পাঞ্জাবে যাওয়ার পরে লখনউয়ে যে আমি যাচ্ছি, তা একপ্রকার নিশ্চিত হয়ে যাই আমি।''  নিলামের আগে থেকে জল্পনা ছিল পন্থ পাঞ্জাবে যেতে পারেন। কিন্তু শ্রেয়স আইয়ার পাঞ্জাব কিংসে যাওয়ার পরে টেনশন দূর হয় পন্থের। 

 

?ref_src=twsrc%5Etfw">January 20, 2025

পন্থকে নেওয়ার পরে লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে বলতে শোনা গিয়েছিল, পরে লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ''আমরা ২৬ কোটি ধরে রেখেছিলাম পন্থের জন্য। সেই নিরিখে বিচার করলে ২৭ একটু বেশিই বটে। তবে পন্থ দুর্দান্ত একজন প্লেয়ার। ওকে পেয়ে আমরা খুব খুশি। ম্যাচ উইনার পন্থ। আমার মনে হয় লখনউয়ের ভক্তরা পন্থকে পেয়ে খুব খুশি।'' 

এদিন আনুষ্ঠানিকভাবে পন্থকে অধিনায়ক ঘোষমার পরে সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ''ঋষভ পন্থ আইপিএল ইতিহাসের সেরা অধিনায়ক হতে চলেছে।''