আজকাল ওয়েবডেস্ক: দেড় ঘণ্টার ম্যাচ শেষ হতে লেগে গেল পাঁচ ঘণ্টা। ক্লাব বিশ্বকাপে চেলসি-বেনফিকার ম্যাচের শেষ বাঁশি বাজতে সময় লাগল প্রায় পাঁচ ঘণ্টা। 

পাঁচ ঘণ্টার এই ম্যাচে বেনফিকাকে ১-৪ গোলে মাটি ধরায় চেলসি। বেনফিকার জার্সিতে এটাই ছিল দি মারিয়ার শেষ ম্যাচ। সান্ত্বনা গোলটি করেন আর্জেন্টাইন ফুটবলারই। বিদায়ী ম্যাচে গোল পেলেন বহু যুদ্ধের সৈনিক। ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল চেলসি। 

কিন্তু ম্যাচটা শেষ হতে এত সময় লাগল কেন? যুক্তরাষ্ট্রের শার্লটে ব্যাহ্ক অফ আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি চলাকালীন বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হয়। খেলার ৮৬ মিনিটে খেলা বন্ধ করে দেওয়া হয়। 

অনেক দর্শক মাঠ ছেড়ে চলে যান। দুই দলের ফুটবলাররা যখন মাঠে ফেরেন, তখন কেটে গিয়েছে প্রায় ২ ঘণ্টা।

খেলা শুরু হলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বেনফিকার জিয়ানলুকাকে। পেনাল্টি থেকে গোল করেন দি মারিয়া। ১-১ ফলে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। এর মধ্যেই কেটে যায় চার ঘণ্টা। ম্যাচ ১-১ হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তখনই চেলসি আধিপত্য বিস্তার করে ম্যাচ জিতে নেয়। কিন্তু ম্যাচটি শেষ হতেই লেগে গেল ৪ ঘণ্টা ৩৯ মিনিট।