আজকাল ওয়েবডেস্ক: গাড়ি দুর্ঘটনায় প্রয়াত লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জটা। স্প্যানিশ সংবাদমাধ্য়ম মার্কার খবর এমনটাই।
২৮ বছরের পর্তুগিজ তারকা তাঁর ভাই আন্দ্রের সঙ্গে গাড়িতে ছিলেন। দুর্ঘটনায় মারা যান দু'জনেই। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ছিটকে পড়ে। দুর্ঘটনার জেরে আন্দ্রে ও জটার গাড়িতে আগুন ধরে যায়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ মহাসড়কে। জটার মতো ফুটবলার ছিলেন তাঁর ভাই আন্দ্রেও। পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলে খেলতেন বছর ছাব্বিশের আন্দ্রে সিলভা।
মাত্র ২ সপ্তাহ হয়েছিল জটা বিয়ে করেছিলেন তাঁর ছেলেবেলার প্রেমিকা রুট কার্ডোসোকে। বিয়ের পরই এক সাক্ষাৎকারে নিজেকে বিশ্বের সব থেকে সৌভাগ্যবান বলে উল্লেখ করেছিলেন। কার্ডোসো ও জটার সংসারে তিন সন্তান। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রধান জটার প্রয়াণের খবর নিশ্চিত করেছেন। এক মর্মান্তিক দুর্ঘটনায় অকালেই থেমে গেল এক ফুটবল তারকার জীবন।
পর্তুগালের জার্সিতে ৪৯টি ম্যাচে অংশ নেন জটা। ২০১৯ সালে অভিষেক হয়েছিল তাঁর। নেশনস লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। সেই বিজয়ী দলের সদস্য ছিলেন জটা। দু'বার তিনি দেশের হয়ে নেশনস লিগ জেতেন।
লিভারপুলের জার্সিতে ১২৩টি ম্যাচ তিনি খেলেছিলেন। গোল করেছিলেন ৪৭টি। জাতীয় দলের হয়ে জটা ৪৯টি ম্যাচ খেলেন। গোল করেন ১৪টি। তাঁর মৃত্যুতে শোকাহত পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রধান পেড্রো প্রোয়েনকা। এক বিবৃতিতে তিনি বলেন, ''দিয়েগো জটা ও আন্দ্রে সিলভার মৃত্যুতে পর্তুগিজ ফুটবল ফেডারেশন ও পর্তুগিজ ফুটবল বিধ্বস্ত। দুর্দান্ত ফুটবলার বলতে যা বোঝায় জটা ছিল তার থেকেও বেশি কিছু। ৫০টির কাছাকাছি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। অসাধারণ একজন মানুষ ছিল জটা। তাঁর সতীর্থ এবং প্রতিপক্ষরাও অত্যন্ত সম্মান করত।''
২০১৪ সালে পর্তুগালের ক্লাব পাকোস দে ফেরেইরায় পেশাদার ফুটবল জীবন শুরু করেন জটা। দু'বছর পর লা লিগার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন পর্তুগিজ তারকা। তবে অ্যাটলেটিকোর হয়ে কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। লোনে চলে যান পোর্তো ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্সে। ২০১৮ সালে ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটনে যোগ দেন তিনি। সেখানে বছর দুয়েক কাটিয়ে যোগ দেন লিভারপুলে। ২০১৭–১৮ মরশুমে উলভারহ্যাম্পটনের হয়ে জেতেন লিগ কাপ। লিভারপুলের হয়ে গত মরশুমে প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি ২০২১–২২-এ এফএ কাপও জিতেছিলেন তিনি।
