আজকাল ওয়েবডেস্ক:‌ লিওনেল মেসি। কবে অবসর নেবেন?‌ এই জল্পনা কিছুদিন ধরেই শুরু হয়েছে। তবে সেই জল্পনাকে উড়িয়ে ইন্টার মায়ামির সঙ্গে তিনি নতুন চুক্তির পথে হাঁটতে চলেছেন। চুক্তিবৃদ্ধির কাজও অনেকটাই এগিয়েছে। আর সেক্ষেত্রে কত টাকা আয় করতে চলেছেন আর্জেন্তিনীয় কিংবদন্তি জানলে ভিরমি খাবেন।


২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। আর্জেন্তিনীয় কিংবদন্তির সঙ্গে আড়াই বছরের চুক্তি চলতি বছরেই শেষ হবে। মাঝে জল্পনা ছড়ায় ২০২৬ সালের বিশ্বকাপকে মাথায় রেখে ইউরোপের ক্লাবে ফিরতে পারেন তিনি। কিন্তু সেসব নেহাতই জল্পনা। জানা গিয়েছে, কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তাঁর সঙ্গে মেজর লিগ সকারের ক্লাবটি চুক্তি বাড়াবে।

 

আরও পড়ুন:‌ নিউজিল্যান্ডের অস্ত্রে ভারতকে হারাতে চাইছে ক্যারিবিয়ানরা, চাপে শুভমানরা?‌...


সেক্ষেত্রে প্রাক্তন বার্সেলোনা তারকা প্রতি সপ্তাহে পাবেন আকর্ষণীয় ৩০২,৭৭২ পাউন্ড। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় পরিমাণ সাড়ে তিন কোটি টাকার বেশি। এখানেই শেষ নয়। এর সঙ্গে আছে বোনাস ও স্পনসরশিপের টাকা। তবে এর আগে মায়ামি থেকে বেশি অর্থ পেয়েছেন মেসি। আড়াই বছরে যার পরিমাণ ছিল ৪০০ কোটি টাকার বেশি। মেসির পর ইন্টার মায়ামিতে সর্বোচ্চ বেতন সের্জিও বুস্কেটসের। সেই তুলনায় লুইস সুয়ারেজ ও জর্সি আলবার বেতন কম।


জানা গিয়েছে, অন্ততপক্ষে আরও দু’বছর অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত মেসির সঙ্গে চুক্তির সম্প্রসারণ করতে চলেছে মায়ামি। মেসি এবং মায়ামির মধ্যে আলোচনা প্রায় ৮৫ শতাংশ সারা। ওয়াকিবহাল মহলের মতে, মেসি তাঁর খেলোয়াড়ি জীবনের শেষটা হয়তো ইন্টার মায়ামিতেই করতে চলেছেন।

 

আরও পড়ুন:‌ পারলেন না প্রত্যাশা পূরণ করতে, সোশ্যাল মিডিয়ায় কী জানালেন নীরজ জেনে নিন...


২০২৩ সালে এই মার্কিন ক্লাবে আসার পর ৪৬টি এমএলএস ম্যাচে তিনি ৪১টি গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ২৭টি। সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে ৬২টি ম্যাচে মেসির গোল সংখ্যা ৫৪। মেসির নৈপুণ্যেই সাপোর্টার্স শিল্ড জেতে মায়ামি। চলতি মরশুমেও দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। ইতিমধ্যেই ২০ ম্যাচে করেছেন ১১টি গোল।

এদিকে, ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলোত্তি বেশ চাপে আছেন। বর্ষীয়ান কোচ বেশ বুঝতে পারছেন তিনি দারুণ এক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে। ব্রাজিলের হয়ে খেতাব জিততে না পারলে তাঁর দিকে ধেয়ে আসবে সমালোচনা। এক সাক্ষাৎকারে অ্যানচেলোত্তি যদিও বলেছেন, ‘‌জিততেই হবে এমন প্রত্যাশার চাপ নেই তাঁর উপরে। ব্রাজিলের দায়িত্ব ছেড়ে দিলে তিনি কেবল রিয়াল মাদ্রিদের দায়িত্বই নেবেন।’‌

 

আরও পড়ুন:‌ সলমনকে অপমানের হাত থেকে বাঁচিয়েছিলেন পাইক্রফ্ট, নেপথ্যে ছিল কে জানলে চমকে যাবেন?‌ ...


এদিকে বছর দুয়েকের কাছে জাতীয় দলে নেই নেইমার। তাঁর ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে চোট সেই সম্ভাবনায় জল ঢেলে দেয়। ব্রাজিলের তারকা ফুটবলার বলছেন, চোট নয়, অন্য কারণে তাঁর জায়গা হয়নি জাতীয় দলে। নেইমারকে নিয়ে কম কালি খরচ হয়নি সংবাদ মাধ্যমে।


ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলোত্তি জানিয়েছেন, আগামী বছরের বিশ্বকাপে নেইমার দলে জায়গা পাবেন। তবে সেই জন্য তাঁকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। দলে ফিরতে হলে শারীরিক দিক থেকে নেইমারকে একশো শতাংশ ফিট থাকতে হবে।