আজকাল ওয়েবডেস্ক: লিও মেসির কেরল সফর নিয়ে হঠাৎই তৈরি হয়েছে সন্দেহ। তৈরি হয়েছে অনিশ্চয়তা।
আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, লিওনেল স্কালোনির বিশ্বকাপজয়ী দল নভেম্বরে আন্তর্জাতিক বিরতির জন্য তাদের পরিকল্পনা পরিবর্তন এবং সংশোধন করতে পারে। টিওয়াইসি স্পোর্টস লিখেছে, ''নভেম্বরে আর্জেন্টিনা জাতীয় দলের নির্ধারিত সফরে কিছু পরিবর্তন আনা হতে পারে। প্রথম ম্যাচটি আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার বিরুক্ষে হবে। দ্বিতীয়টি প্রাথমিকভাবে ভারতে পরিকল্পনা করা হয়েছিল। সেই ম্যাচটিও আফ্রিকায় স্থানান্তরিত হতে পারে। আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়তো মরক্কো।''
আরও পড়ুন: কোটলায় ১৩–র গেরো, ২০১২ সালে কী ঘটেছিল টিম ইন্ডিয়ার সঙ্গে জানেন কী?
যদিও কয়েকদিন আগেই আর্জেন্টাইন ফুটবল সংস্থা নিশ্চিত করে জানিয়েছিল, লুয়ান্ডায় (অ্যাঙ্গোলা) এবং কোচিতে প্রীতি ম্যাচ হবে। মেসি-বরণের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল কেরলে। ৭ অক্টোবর কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছিল যারা জওহরলাল নেহরু স্টেডিয়ামের প্রস্তুতি দেখেছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে মেসির কেরল সফর না হওয়া কিন্তু সেই রাজ্যের ফুটবলপ্রমীদের হতাশই করবে।
এদিকে কলকাতায় কিন্তু পারদ চড়তে শুরু করে দিয়েছে মেসির আগমনের। কলকাতাও সেজে উঠছে। মেসির সফরে তাঁর সঙ্গী হবেন ইন্টার মায়ামির দুই তারকাও- ডি পল ও লুইস সুয়ারেজ।
মজা করে সবাই তাঁকে বলেন মেসির বডিগার্ড। যেখানে মেসি, সেখানেই তিনি। তিনি রডরিগো ডি পল। আর্জেন্টাইন তারকা। মেসির প্রিয় পাত্র। কাতার বিশ্বকাপ জয়ী নীল-সাদা জার্সিধারীদের অন্যতম সদস্য। সেই রডরিগো দি পল আবার ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ। ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন বেশিদিন হয়নি। মেসির ভারত সফরে এলএম ১০-এর সঙ্গী হবেন রডরিগো ডি পল।
মেসির ঘনিষ্ঠ বন্ধু তিনি। বার্সায় মেসির সঙ্গে তিনি ফুল ফুটিয়েছেন। এখন আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে ইন্টার মায়ামিতে খেলেন। তিনি উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজ। তিনিও মেসির সঙ্গী হতে চলেছেন ভারত সফরে। তারকার মেলা হবে ভারতে।
মেসিকে ভারতে আনার ভগীরথ শতদ্রু দত্ত সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন। তিনি লিখেছেন, ''গেম-সেট-ম্যাচ। এবার নিশ্চিত এবং একই সঙ্গে অফিসিয়াল--বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সুপার স্টার রডরিগো দি পল এবং উরুগুয়ান ও বার্সেলোনার কিংবদন্তি লুইস সুয়ারেজ লিওনেল মেসির গোট সফরে সঙ্গী হবেন। ভামোস।''
মেসির সামনেই ডার্বি হবে ১৩ ডিসেম্বর। যে দল জিতবে, সেই দল মেসির হাত থেকে ট্রফি পাবে। শতদ্রু দত্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''মেসিকে বলেছিলাম কলকাতা ডার্বির কথা। তাই আমার ছোট্ট ট্রিবিউট টু কলকাতা। ১৩ ডিসেম্বর মোহনবাগান মেসি অল স্টারস বনাম ইস্টবেঙ্গল মেসি অল স্টারস। দুই দলেই থাকবে অনেক দেশি-বিদেশি ফুটবল তারকা। এগারো জনের সিরিয়াস ম্যাচ হবে। মেসি দেখবে মিনি ফ্রেন্ডলি ডার্বি।''
শীতের কলকাতায়, বড়দিনের শহরের উষ্ণতা বাড়িয়ে দেবেন মেসি। সব মিলিয়ে রাজসূয় এক যজ্ঞ হতে চলেছে কলকাতায়। ১৪ বছর আগে মায়ানগরীতে খেলে গিয়েছেন মেসি। সেই মেসি এবার নতুন করে দেখবেন শহর কলকাতা।
আরও পড়ুন: ক্যারিবিয়ানদের লেজ ছাঁটতে হিমশিম খেলেন কুলদীপরা! দিল্লি টেস্ট জিততে ভারতের চাই আর ৫৮
