আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের বাছাই পর্বের আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ খেলবেন না লিওনেল মেসিতিনি নিজেই এই ব্যাপারে নিশ্চিত করেছেনমেসি বলেছেন, ''আমি স্কালোনির সঙ্গে কথা বলেছিআমরা স্থির করেছি, বিশেষ করে স্কালোনি সিদ্ধান্ত নিয়েছে, আমি যেন বিশ্রাম নিই। আমি চোট সারিয়ে ফিরে এসেছি। এখন আমি ঠিক আছি। এখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এড়াতে চাই। বিশ্রাম নেওয়াটাই এখন ঠিক।''

লিওনেল মেসি তাঁর কেরিয়ারের শেষ ধাপে পৌঁছে গিয়েছেন। তিনি বুটজোড়া তুলে রাখলে আইকনিক ১০ নম্বর জার্সি পরবেন কে? চোটআঘাতের জন্য মেসি যখনই জাতীয় দল থেকে দূরে থাকনে, তখন এই প্রশ্ন ওঠে। লিওনেল স্কালোনিকোচিং স্টাফ স্থির করে নিয়েছেন মেসির ১০ নম্বর জার্সি এবার কার পিঠে শোভা পাবে। থিয়াগো আলমাদার পিঠে উঠবে এবার ১০ নম্বর জার্সি। ২৪ বছরের অ্যাটলেটিকো দ্য মাদ্রিদের অ্যাটাকিং মিডফিল্ডারকেই তুলে দেওয়া হবে মেসির ১০ নম্বর। ভেনিজুয়েলার বিরুদ্ধে মেসিকে দিয়ে গোল করিয়েছেন তিনি। ইকুয়েডরের বিরুদ্ধে থিয়াগো ১০ নম্বর জার্সি পরে খেলবেন বলেই স্থির হয়েছে

আরও পড়ুন: আকস্মিকভাবেই ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্কছিন্ন হয়েছিল, সেই তারকা সই করলেন নতুন ক্লাবে ...

এদিকে ভেনেজুয়েলার বিরুদ্ধে মেসি নায়ক হিসেবে অবতীর্ণ হয়েছেন। দেশের মাটিতে মেসির শেষ ম্যাচ ছিল। সেই ম্যাচে জোড়া গোল করলেন, দুর্দান্ত কিছু পায়ের কাজ দেখালেন, দুর্দান্ত কিছু পাস দেখালেন ভক্তদের। মেসিকে দেখতে স্টেডিয়াম ফুল হাউস ছিল। লিও কাউকে হতাশ করলেন না।

গোটা আর্জেন্টিনা দলও যেন চাইছিল, মেসি এদিন পকেটে গোল নিয়ে মাঠ ছাড়েন। ফলে, বল নিয়ে সতীর্থরা খুঁজছিলেন মেসিকেই। ৯০ মিনিট জুড়ে মাঠে দাপট দেখাল আর্জেন্টিনাই। শেষবারের মতো বুয়েনস আইরেসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে নামার দৃশ্য যেন এক আবেগঘন মুহূর্তে পরিণত হয়েছিল। বয়স ৩৮ হলেও মেসির প্রতিটা টাচেই মুগ্ধতা ছড়িয়ে পড়ছিল মনুমেন্টাল স্টেডিয়ামে উপস্থিত ৮০ হাজারেরও বেশি সমর্থকের মধ্যে। এদিন খেলার আগে সন্তানদের হাত ধরে মাঠে নামতেই হাততালি ও উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি। চোখের জল লুকোতে পারেননি মেসিওআগামী বছরে নর্থ আমেরিকায় অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

২০২২ বিশ্বকাপ জেতার পর থেকে মেসির ফিটনেস লেভেল কি পড়তির দিকে? চোট আঘাতের লাল চোখ দেখতে হচ্ছে তাঁকে। কোপা আমেরিকা ফাইনালে খেলা চলাকালীন চোট পান। ইন্টার মায়ামির হয়ে খেলার সময়েও চোট পান। প্রত্যাবর্তনের মেসি আরও শক্তিশালী হয়ে ফিরছেন মাঠে। এগিয়ে আসছে বিশ্বকাপ। তাঁকে নিয়ে ধীরে চলো নীতি নিচ্ছে আর্জেন্টিনা।

সেই মেসিই জানিয়ে দেন ইকুয়েডরের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে তিনি খেলবেন না। আর্জেন্টিনা বিশ্বকাপের ছাড়পত্র আগেই পেয়ে গিয়েছে। বাছাই পর্বের বাকি ম্যাচগুলো নিয়মরক্ষার।এহেন মেসি এবার আসছেন ভারতে। যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে দ্য গোট শো। এই যুবভারতীতে চোদ্দো বছর আগে পা পড়েছিল লিওনেল মেসির। দেশের নেতৃত্বের আর্মব্যান্ড উঠেছিল প্রথম। নীল-সাদা জার্সিধারীদের কোচ হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল আলেয়ান্দ্রো সাবেয়ার।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ ঘোষিত, ফাইনাল কোথায়?