আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতে আসছেন লিওনেল মেসি। শনিবার গভীর রাতে তিনি পা রাখবেন কলকাতায়। শহর কলকাতা ছাড়াও হায়দরাবাদ, মুম্বই ও দিল্লিতে অনুষ্ঠানে অংশ নেবেন মেসি। দিল্লিতে মেসির সঙ্গে দেখা হতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।


মেসির সঙ্গে আসার কথা দুই সতীর্থ লুইস সুয়ারেজ ও রডরিগো ডি’‌পলের। তবে আয়োজকদের তরফে জানানো হয়েছে, সুয়ারেজ ও ডি’‌পল মুম্বইয়ের অনুষ্ঠানেই থাকবেন।


‘‌গোট’‌ ট্যুরের সময়সীমা জেনে নিন:‌


১৩ ডিসেম্বর শনিবার রাত দেড়টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার কথা মেসির। সেখান থেকে সোজা হোটেলে বিশ্রাম। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত রয়েছে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা অনুষ্ঠান। সকাল সাড়ে দশটা থেকে সকাল ১১.‌১৫ এর মধ্যে মেসি উদ্বোধন করবেন তাঁর মূর্তির। এরপরই তাঁর যুবভারতীতে আসার কথা। থাকার কথা শাহরুখ খানেরও। বেলা বারোটা নাগাদ স্টেডিয়ামে আসার কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সৌরভ গাঙ্গুলির। এরপর দুপুর ১২টা থেকে সাড়ে বারোটার মধ্যে ফ্রেন্ডলি ম্যাচ, সংবর্ধনা ও নানা অনুষ্ঠান রয়েছে।


দুপুর দুটো নাগাদ হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবেন মেসি। 


শনিবার সন্ধে সাতটা নাগাদ হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে উপস্থিত হবেন মেসি। সেভেন এ সাইড ফুটবল ম্যাচে খেলার কথা মেসির। থাকবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তারপর একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজনও করা হয়েছে স্টেডিয়ামে। সেই অনুষ্ঠানের মাধ্যমে মেসিকে সম্মান জানানো হবে।


এরপর মেসি যাবেব মুম্বই। ১৪ ডিসেম্বর রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় প্যাডেল কাপে অংশ নেওয়ার কথা মেসির। বিকেল চারটে থেকে হওয়ার কথা সেলিব্রিটিদের ম্যাচ। বিকেল পাঁচটা থেকে মেসিকে নিয়ে অনুষ্ঠান রয়েছে ওয়াংখেড়েতে।


১৫ ডিসেম্বর সোমবার দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন মেসি। দুপুর দেড়টা থেকে অরুণ জেটলি স্টেডিয়ামে রয়েছে সংবর্ধনা সভা। 


মেসির অনুষ্ঠানের জন্য শহর ভিত্তিক ভাবে টিকিট বিক্রি হচ্ছে। যেমন কলকাতার অনুষ্ঠানের জন্য সর্বনিম্ন টিকিট প্রায় ৪,‌৫০০ টাকা। তবে মুম্বইয়ে টিকিটের ন্যূনতম দাম ৮,‌২৫০ টাকা।