আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি ব্যাপক বন্যায় ছারখার হয়ে গিয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ভেঙে পড়েছে সেতু, ধূলিসাৎ হয়ে গিয়েছে বহু বাড়িঘর। এই অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের আগের জীবনে ফেরার চেষ্টায় সেখানকার বাসিন্দারা।

উত্তরবঙ্গের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে এবার সামনে এল এক নতুন ঘোষণা। আগামী ডিসেম্বরে কলকাতায় আসছেন তারকা ফুটবলার লিওনেল মেসি।

জানা গিয়েছে, বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গের পাশে দাঁড়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ তুলে দেবেন মেসি। লিওকে যিনি কলকাতায় যিনি আনছেন সেই শতদ্রু দত্ত এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানান, উত্তরবঙ্গের বন্যায় ক্ষতিপূরণ হিসেবে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ১০ লক্ষ টাকা দেওয়া হবে। সেই ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন স্বয়ং মেসি। শহরে এসে মেসি যে যে কার্যকলাপে অংশ নেবেন তার মধ্যে এটি অন্যতম।

আরও পড়ুন: শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ইচ্ছে আছে, থাকবে সবচেয়ে বড় শিবমূর্তি, দার্জিলিং থেকে ঘোষণা মমতার

উল্লেখ্য, সম্প্রতি এক রাতের ভারী বৃষ্টির তাণ্ডবের পর পাহাড়ের পরিস্থিতি বেশ জটিল হয়ে পড়েছিল। বন্ধ হয়ে গিয়েছিল রাস্তাঘাট। গৃহহীন হয়ে পড়েন অসংখ্য মানুষ। সরকারি হিসেবে অনুযায়ী মৃত্যুর যে পরিসংখ্যান দেওয়া হয়েছিল পরে আরও দেহ উদ্ধার করা হয়েছে।

বৃষ্টি-জলের তোড়ে সেতু ভেঙেছে। দার্জিলিং, কালিম্পং, মিরিকের একাধিক জায়গায় ধস। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মিরিক। জলের ভয়ংকর তোড়ে দুটি লোহার সেতু ভেঙ্গে গেছে,প্রচুর রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

এই পরিস্থিতিতে বাংলার বিভিন্ন ক্ষেত্রের মানুষ দাঁড়িয়েছেন উত্তরবঙ্গের পাশে। কিন্তু এবার স্বয়ং মেসির হাত দিয়ে অর্থসাহায্য করার পরিকল্পনা জানালেন শতদ্রু দত্ত।  উল্লেখ্য, আগামী ডিসেম্বরে লিও মেসির সঙ্গে আসছেন আর্জেন্টাইন তারকা রড্রিগো ডি পল এবং লুই সুয়ারেজও।

দু'জনেই মেসির খুব ভাল বন্ধু। কিছুদিন আগেই মেসিকে ভারতে আনার ভগীরথ শতদ্রু দত্ত সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন। তিনি লিখেছেন, ''গেম-সেট-ম্যাচ। এবার নিশ্চিত এবং একই সঙ্গে অফিসিয়াল--বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সুপার স্টার রডরিগো দি পল এবং উরুগুয়ান ও বার্সেলোনার কিংবদন্তি লুইস সুয়ারেজ লিওনেল মেসির গোট সফরে সঙ্গী হবেন। ভামোস''

মেসির সামনেই ডার্বি হবে ১৩ ডিসেম্বর। যে দল জিতবে, সেই দল মেসির হাত থেকে ট্রফি পাবে। শতদ্রু দত্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''মেসিকে বলেছিলাম কলকাতা ডার্বির কথা। তাই আমার ছোট্ট ট্রিবিউট টু কলকাতা। ১৩ ডিসেম্বর মোহনবাগান মেসি অল স্টারস বনাম ইস্টবেঙ্গল মেসি অল স্টারস। দুই দলেই থাকবে অনেক দেশি-বিদেশি ফুটবল তারকা। এগারো জনের সিরিয়াস ম্যাচ হবে। মেসি দেখবে মিনি ফ্রেন্ডলি ডার্বি।''

এর আগে আর্জেন্টিনার হয়ে কলকাতায় খেলে গিয়েছেন মেসি। সেবার ম্যাচ ছিল ভেনেজুয়েলার বিরুদ্ধে। জাতীয় দলের হয়ে সেই ম্যাচেই প্রথম অধিনায়কের  আর্মব্যান্ড হাতে পরেছিলেন মেসি।

কিন্তু এবার মঞ্চ পুরো অন্যরকম। সেই তরুণ মেসি বর্তমানে গ্রেটেস্ট অফ অল টাইমের তকমা পেয়েছেন। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন। তাঁর কলকাতা সফর ঘিরে উন্মাদনা ক্রমশ বাড়ছে ভক্তদের মধ্যে।