আজকাল ওয়েবডেস্ক: লিও মেসি জ্বলে উঠলেন, জোড়া গোল করলেন। তাঁর দল ইন্টার মায়ামিও শেষ হাসি হাসল। আরও একটা খেতাব জিতলেন আর্জেন্টাইন মহাতারকা। সাপোর্টার্স শিল্ড মেসির কেরিয়ারের ৪৬তম ট্রফি।
ইন্টার মায়ামি এদিন ৩-২ গোলে কলম্বাস ক্রুকে মাটি ধরিয়ে প্রথমবার সাপোর্টার্স শিল্ড ঘরে তোলে। মায়ামির ৩ গোলে মেসির জোড়া গোল। বাকি গোলটি করেন লুইস সুয়ারেজ। ইন্টার মায়ামির শেষ প্রহরী ড্রেক ক্যালেন্ডারও ম্যাচের শেষ লগ্নে পেনাল্টি বাঁচান। সব মিলিয়ে মায়ামিতে এখন উৎসবের মেজাজ।
২০২০ সালে এমএলএসে পথচলা শুরু করে ইন্টার মায়ামি। এটিই মায়ামির প্রথম ট্রফি। এর পিছনে বড় অবদান রয়েছে মেসির। চলতি মরশুমে ইন্টার মায়ামিকে উজ্জ্বল দেখাচ্ছে। তার পিছনে রয়েছে মেসি–সুয়ারেজ যুগলবন্দি। লিগে ইন্টার মায়ামি গোল করেছে ৭২টি। মেসি ও সুয়ারেজের কাছ থেকেই এসেছে ৩৫টি গোল।
কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়েছিলেন মেসি। বেশ কয়েকটি ম্যাচে না নামলেও লিগে মেসি এখনও পর্যন্ত গোল করেছেন ১৭টি। সুয়ারেজের গোল ১৮টি।
এদিন কলম্বাসের বিরুদ্ধে প্রথমার্ধেই দুটি গোল করেন মেসি। ২-০ গোলে পিছিয়ে পড়া কলম্বাস দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ২০ সেকেন্ড পরেই ব্যবধান কমায়। ৪৮ মিনিটে সুয়ারেজ গোল করে ব্যবধান আরও বাড়ান। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায় কলম্বাস। ৮৪ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পায় কলম্বাস। কিন্তু মায়ামির গোলকিপার ক্যালেন্ডারের সৌজন্যে গোল আর করতে পারেনি কলম্বাস।
