আজকাল ওয়েবডেস্ক: মেজর লিগ সকারে হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। ন্যাশভিলকে ৫-২ গোলে হারায় ইন্টার মায়ামি। মেসি হ্যাটট্রিক করেন। একটি অ্যাসিস্টও করেন তিনি। এই হ্যাটট্রিকের ফলে মেসি ২০২৫ সালের মেজর লিগ সকারে গোল্ডেন বুট পুরস্কারও নিশ্চিত করে ফেলেন মেসি।

২০২৩ সালে মেজর লিগ সকারে যোগ দেন মেসি। এবারই প্রথম সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের পালক জুটল তাঁর মুকুটে। ২৮ ম্যাচে ২৯ গোল করা হয়ে গিয়েছে মেসির। এলএম ১০ খেলার ৩৪, ৬৩ ও ৮১ মিনিটে গোলগুলি করেন। বাকি দুটি গোল করেন রডরিগেজ ও তেলাস্কো।

আরও পড়ুন: গিলকে বদলি করা কেবল একটা ভুল নয়, আরও এক ভুল করেছিলেন অস্কার, তার জন্য আক্ষেপ করতেই পারেন ...

মেসি মানেই রেকর্ড আর রেকর্ড। কেরিয়ারের শেষ প্রান্তে পৌঁছেও তিনি রেকর্ড গড়ে চলেছেন। খুব বেশিদিন আগের কথা নয়। জাতীয় দলের জার্সিতে গোল করানোর দিক থেকে নজির গড়েন মেসি। 

ভেনিজুয়েলার বিরুদ্ধে প্রীতি ম্যাচে নামেননি লিওনেল মেসি। পোর্তো রিকার বিরুদ্ধে ম্যাচে আর্জেন্টাইন মহাতারকা ধরা দিলেন চেনা অবতারে। তিনি গোল করেননি বটে। কিন্তু গোল করতে সাহায্য করেছেন। দু'টি গোল করিয়েছেন। আর তার ফলে নতুন এক রেকর্ড গড়েছেন মেসি।

আর্জেন্টিনা ৬-০ গোলে ম্যাচটি জেতে। প্রথমার্ধে গঞ্জালো মন্তিয়েলকে দিয়ে গোল করান মেসি। আন্তর্জাতিক ফুটবলে মেসির এটিই ৫৯-তম ‘অ্যাসিস্ট’ ছিল এটি। মেসির আগে অ্যাসিস্টের দিক থেকে সবার আগে ছিলেন নেইমার। নতুন রেকর্ডের মালিক হলেন মেসি।

৮৪ মিনিটে লাওতারো মার্তিনজকে দিয়ে গোল করান মেসি। তিনি ছাপিয়ে যান নেইমারকে। আন্তর্জাতিক ম্যাচে ৬০টি গোল করালেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তির পাশে আর কেউ নেই। তিনি ছুটে চলেছেন দুর্বার গতিতে। গোল করানোর দিক থেকে তৃতীয় স্থানে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন তারকা ডনোভান।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সর্বোচ্চ গোল করানো খেলোয়াড়ের তালিকায় দু' নম্বরে রয়েছেন মেসি। এখনও পর্যন্ত ৩৯৮ গোল করিয়েছেন আর্জেন্টাইন তারকা। আর দু'টি গোল করাতে পারলেই চারশো হয়ে যাবে তাঁর অ্যাস্টিস্টের সংখ্যা। 

আরও পড়ুন: 'এই বেদনা-কষ্ট নিয়েই এগিয়ে যাব...', 'আমাগো ফ্যান্স'দের কাছে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যথিত অস্কারের