আজকাল ওয়েবডেস্ক: কেরিয়ারের শেষ প্রান্তে পৌঁছেও ম্যাজিক দেখাচ্ছেন লিও মেসি। হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়ার বিরুদ্ধে প্রি সিজনের প্রস্তুতি ম্যাচ ৫-০ গোলে জিতেছে ইন্টার মায়ামি। নিজে গোল করেছেন। গোল করিয়েছেন। মেসি ম্যাজিকই তো দেখতে চান সবাই। গোল পেয়েছেন লুইস সুয়ারেজও।
ম্যাচের ২৭ মিনিটে মেসি গোল করেন ইন্টার মায়ামির হয়ে। আর্জেন্টিনার মার্সেলো ভাইগান্টের বাড়ানো বল ডি বক্সে পান সুয়ারেজ। উরুগুয়ান তারকা নিজে শট না নিয়ে মেসিকে বল বাড়ান। বাকি কাজটা সারেন এলএম ১০। ৪৪ মিনিটে ফেদেরিকো রেদোন্দো ও প্রথমার্ধের যোগ করা সময়ে নোয়াহ অ্যালেনের গোলেও রয়েছে মেসির পা। বিরতির আগেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল ইন্টার মায়ামি।
বিরতির পর ৫৮ মিনিটে সুয়ারেজ ৪-০ করেন। ৭৯ মিনিটে রায়ান সেইলর ইন্টার মায়ামির হয়ে শেষ গোলটি করেন। চলতি মাসের ১৪ তারিখ প্রি সিজনের প্রস্তুতি ম্যাচে ইন্টার মায়ামি খেলবে অরল্যান্ডো সিটির বিরুদ্ধে। ২২ ফেব্রুয়ারি ইন্টার মায়ামি মেজর লিগ সকারে প্রথম ম্যাচ খেলতে নামবে।
