আজকাল ওয়েবডেস্ক: চোখের আরাম, মনের শান্তি এনে দিলেন লিও মেসিজোড়া গোল করলেন। অ্যাসিস্ট করলেন আরও একটি। পেনাল্টি নিজে না নিয়ে এগিয়ে দিলেন তাঁর সতীর্থকেপেনাল্টি নিলে হ্যাটট্রিক হয়ে যেত মেসির। কিন্তু মেসি তো এরকমই। মেজির লিগ সকারে ইন্টার মায়ামি ৪-০ গোলে বিধ্বস্ত করেছে নিউ ইয়র্ক সিটি এফসিকেপ্লে অফে পৌঁছে গেল মায়ামি

মায়ামিকে এগিয়ে দেন তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগেসএর পরে ১২ মিনিটের মধ্যে জোড়া গোল মেসি। ২৩ ম্যাচে তার গোল এখন ২৪টি। মেসির জোড়া গোলের মাঝেই পেনাল্টি থেকে গোল করেন সুয়ারেজ। থুতু কাণ্ডের পরে শাস্তি কাটিয়ে মাঠে ফিরলেন উরুগুয়ের স্ট্রাইকার। 

আরও পড়ুন: অভিষেক শর্মা নন, এই তারকার হাতে ভারতের সাজঘরে তুলে দেওয়া হল বিরাট পুরস্কার ...

টানা তিন ম্যাচ েতার পরে হেরে গেল নিউ ইয়র্ক সিটি। ম্যাচের প্রথম আধ ঘণ্টা প্রাধান্য ছিল নিউ ইয়র্কের। তার পরে ম্যাচে ফেরে মায়ামি৪৩ মিনিটে বুস্কেটসের পাস থেকে বল পেয়ে গোল করেন রদ্রিগেসদ্বিতীয়ার্ধের শুরুতে ফের মায়ামির আক্রমণ। নিউ ইয়র্কের গোলকিপার দলকে বাঁচান।

৭৪ মিনিটে বুস্কেটসের পাস থেকে বল পেয়ে গোল করেন মেসিতার পরের গোলটিও দেখার মতোমাঝমাঠের কাছ থেকে বল ধরে দু'জনকে কাটিয়ে গোল করেন আর্জেন্টাইন

দি' পলকে ফাউল করলে পেনাল্টি পায় মায়ামিসুয়ারেজ পেনাল্টি থেকে গোল করেন। ২৯ ম্যাচ থেকে মায়ামির সংগ্রহ ৫৫ পয়েন্টতারা তিন নম্বরে।

এদিকে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ফুটবল দল আগামী নভেম্বরেই কেরলে প্রীতি ম্যাচ খেলতে চলেছে বলে জানিয়েছে রাজ্যের ক্রীড়া দপ্তর। তবে প্রতিপক্ষ নিয়ে এতদিন কোনও খবর না মিললে এবার সূত্র মারফত জানা যাচ্ছে, মেসিদের প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়ার নাম প্রায় নিশ্চিত হয়ে গেছে। সূত্রের খবর, নভেম্বরের ১২ থেকে ১৮ তারিখের মধ্যে যে কোনও একদিন কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হবে। সঠিক দিন এখনও চূড়ান্ত হয়নি। এদিকে আর্জেন্টিনা দলের সাপোর্ট স্টাফের একজন বুধবার কোচিতে পৌঁছবেন ভেন্যু পরিদর্শনের জন্য। কেরলে বিশ্বচ্যাম্পিয়নদের সফর ঘিরে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। চলতি বছরের আগস্টের শুরুতে শোনা গিয়েছিল, আর্জেন্টিনা নাকি আসবে না। তবে মাসের শেষেই সেই জল্পনা কাটিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ঘোষণা করে, নভেম্বরে ভারতের কেরলে একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে তারা। 

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সরকারি বিবৃতিতে বলা হয়েছিল, ‘আর্জেন্টিনা জাতীয় দল, লিওনেল স্কালোনির নেতৃত্বে, ২০২৫ সালের বাকি সময়ে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। প্রথমটি অক্টোবরের ৬ থেকে ১৪ তারিখের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে। দ্বিতীয়টি নভেম্বরে, ১০ থেকে ১৮ তারিখের মধ্যে, আঙ্গোলার লুয়ান্ডা ও ভারতের কেরলে আয়োজিত হবে। প্রতিপক্ষ ও শহর পরে ঘোষণা করা হবে’। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার কার্যত নিশ্চিত, কোচিতে মেসির আর্জেন্টিনা খেলতে নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ভারতের ফুটবলপ্রেমীদের জন্য ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে কেরল। রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি. আব্দুর রহমান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে, এই বছরের নভেম্বর মাসে ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোতে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল এবং তাদের অধিনায়ক লিওনেল মেসি কেরালায় এক প্রীতি ম্যাচ খেলতে আসছেন।

আরও পড়ুন: ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মোহনবাগানের জন্য অপেক্ষা, তারপর শিল্ড নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত