আজকাল ওয়েবডেস্ক: প্যারিস সাঁ জাঁ-য় খুবই কঠিন সময় কাটাতে হয়েছে। সেই কারণেই প্যারিস ছেড়ে মায়ামিতে গিয়েছেন লিও মেসি। 
 
 বার্সেলোনা ছেড়ে প্যারিস সাঁ জাঁয় গিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। সেই তিনিই খুল্লমখুল্লা জানিয়েছেন প্যারিস ছেড়ে মায়ামি আসার কথা। 
মেসি বলেন, ''প্যারিসে শেষ বছরটা যা গিয়েছিল, তার জন্যই মায়ামিতে আসা।''
আর্জেন্টাইন তারকা আরও বলেন, ''আমাকে ইন্টার মায়ামিতে আসতেই হতো। কারণ বার্সেলোনা ছেড়ে দু'বছর আমাকে প্যারিস সাঁ জাঁ-য় কাটাতে হয়েছিল। ওই দু'বছর আমার কাছে মোটেও উপভোগ্য ছিল না। প্রতিটি দিনই আমার কাছে অসহ্য ছিল। দৈনন্দিন প্র্যাকটিস সেশন, খেলা -- এগুলো আমি আর উপভোগ করছিলাম না।''
প্যারিস ছাড়ার আগে মেসির দিকে উড়ে আসে উপহাস, টিটকিরি, কটাক্ষ। সেই সময়ে কিলিয়ান এমবাপেও স্বীকার করেছিলেন, মেসির সঙ্গে ঠিকমতো আচরণ করেননি পিএসজি সমর্থকরা।
প্যারিস সাঁ জাঁ-র হয়ে দুটো লিগ ওয়াঁ এবং ২০২২ ফরাসি সুপার কাপ জিতলেও ছাপ ফেলতে পারেননি মেসি। ৩২টি গোল, ৩৫টি অ্যাসিস্ট করেছিলেন ৭৫টি ম্যাচে।
ইন্টার মায়ামিতে মেসি নিজেকে ফিরে পেয়েছেন। আর্জেন্টাইন তারকা ইতিমধ্যেই ৪২টি ম্যাচে ২৬টি গোল এবং ২০টি অ্যাসিস্ট করেন। সাপোর্টার্স শিল্ড জিততে মেসি সাহায্য করেন ইন্টার মায়ামিকে। মেসির সঙ্গে সঙ্গে প্রাক্তন বার্সা তারকা লুইস সুয়ারেজ, সের্জিও বুস্কেটস, জর্ডি আলবার মতো তারকারা যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে। কোচ হয়ে এসেছেন হ্যাভিয়া মাসচেরানো।
