আজকাল ওয়েবডেস্ক: তুষারপাতে কানসাসের তাপমাত্রা হয়ে গিয়েছিল      মাইনাস ৯ ডিগ্রি সেন্টিগ্রেড। সেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য লিও মেসির ইন্টার মায়ামির ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছিল ২৪ ঘণ্টা। 

এদিন তুষারপাত না হলেও কানসাসের তাপমাত্রা থাকে মাইনাস ১৭ ডিগ্রি। এমন ঠাণ্ডা আবহাওয়ায় খেলার অভ্যাস নেই লিও মেসির। 
কিন্তু প্রবল শৈত্যপ্রবাহেও মেসি-ম্যাজিক অব্যাহত রইল। মেসি খেললেন, ম্যাজিক দেখালেন এবং গোল করলেন। ৫৬ মিনিটে মেসি গোল করেন। ওই একমাত্র গোলেই কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে ইন্টার মায়ামি ১-০ গোলে হারায় স্পোর্টিং কেসি-কে। 

ফিরতি ম্যাচটি হবে বুধবার। প্রতিপক্ষের ঘরের মাঠে গিয়ে প্রথম লেগ জিতে আসার ফলে শেষ ষোলোয় যাওয়ার পথে অনেকটাই এগিয়ে গেল ইন্টার মায়ামি। 

মেসির গোলটিও দুর্দান্ত। প্রায় মাঝমাঠ থেকে বুস্কেটসের বাড়ানো বল ধরে প্রতিপক্ষকে বোকা বানিয়ে গোলটি করেন মেসি। 
২০২৫-এ এটাই মেসির প্রথম গোল।