আজকাল ওয়েবডেস্ক: লিওনেল মেসিকে নিয়ে হঠাৎই চর্চা। মার্কিন মুলুক ছাড়তে পারেন তিনি। এমনটাই শোনা যাচ্ছে। ইন্টার মায়ামিতে বড় জোর আর এক বছর খেলতে দেখা যাবে আর্জেন্টাইন মহাতারকাকে। তার পরই ঠিকানা বদলাবেন বিশ্ব ফুটবলের বন্দিত মহানায়ক।
২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। আড়াই বছরের চুক্তি ডেভিড বেকহ্যামের ক্লাবের সঙ্গে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত তাঁর চুক্তি ইন্টার মায়ামির সঙ্গে। এখনও পর্যন্ত ক্লাবের চুক্তি নবীকরণ নিয়ে কোনও খবর নেই।
এল ন্যাশিওনাল-এর প্রতিবেদন অনুযায়ী, মেসি ফিরে যেতে পারেন তাঁর ছোটবেলার ক্লাব নিউওয়েল ওল্ড বয়েজে। সেখানে খেলেই বুট জোড়া তুলে রাখতে চান মেসি। কিন্তু কবে আসবে সেই মাহেন্দ্রক্ষণ? সেই বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি মেসি। আর্জেন্টিনার মিডিয়া টিওয়াইসি স্পোর্টসকে বিশ্বজয়ী তারকা বলেছেন, ''নিউওয়েলের হয়ে খেলা আমার স্বপ্ন। কিন্তু জানি না কবে খেলব।''
প্যারিস সাঁ জাঁ থেকে ইন্টার মায়ামিতে এসেছিলেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তি মেজর লিগ সকারে যোগ দেওয়ার পর থেকেই ছবিটা বদলে গিয়েছে। ইন্টার মায়ামি সাফল্য পেতে শুরু করে দিয়েছে। তবে আগামী বছরের ডিসেম্বর এখনও ঢের দেরি। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার। ফুটবলবিশ্বও মেসির নতুন ঠিকানা জানতে আগ্রহী।
