আজকাল ওয়েবডেস্ক: মেসি মানেই রেকর্ড আর রেকর্ড। কেরিয়ারের শেষ প্রান্তে পৌঁছেও তিনি রেকর্ড গড়ে চলেছেন। এবার গোল করানোর দিক থেকে নজির গড়লেন মেসি।ভেনিজুয়েলার বিরুদ্ধে প্রীতি ম্যাচে নামেননি লিওনেল মেসি। পোর্তো রিকার বিরুদ্ধে ম্যাচে আর্জেন্টাইন মহাতারকা ধরা দিলেন চেনা অবতারে। তিনি গোল করেননি বটে। কিন্তু গোল করতে সাহায্য করেছেন। দু'টি গোল করিয়েছেন। আর তার ফলে নতুন এক রেকর্ড গড়েছেন মেসি।
আর্জেন্টিনা ৬-০ গোলে ম্যাচটি জেতে। প্রথমার্ধে গঞ্জালো মন্তিয়েলকে দিয়ে গোল করান মেসি। আন্তর্জাতিক ফুটবলে মেসির এটিই ৫৯-তম ‘অ্যাসিস্ট’ ছিল এটি।মেসির আগে অ্যাসিস্টের দিক থেকে সবার আগে ছিলেন নেইমার। নতুন রেকর্ডের মালিক হলেন মেসি।
আরও পড়ুন: রোহিত, বিরাটরা উড়ে গেলেন অস্ট্রেলিয়ায়, সঙ্গে গেলেন না গম্ভীর! কেন? ...
৮৪ মিনিটে লাওতারো মার্তিনজকে দিয়ে গোল করান মেসি। তিনি ছাপিয়ে যান নেইমারকে। আন্তর্জাতিক ম্যাচে ৬০টি গোল করালেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তির পাশে আর কেউ নেই। তিনি ছুটে চলেছেন দুর্বার গতিতে। গোল করানোর দিক থেকে তৃতীয় স্থানে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন তারকা ডনোভান।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সর্বোচ্চ গোল করানো খেলোয়াড়ের তালিকায় দু' নম্বরে রয়েছেন মেসি। এখনও পর্যন্ত ৩৯৮ গোল করিয়েছেন আর্জেন্টাইন তারকা। আর দু'টি গোল করাতে পারলেই চারশো হয়ে যাবে তাঁর অ্যাস্টিস্টের সংখ্যা।
এদিকে মেসির নজির গড়ার দিনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড। সর্বকালের সেরা গোলদাতাদের মধ্যে অন্যতম। মুকুটে আরও একটি পালক যোগ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার হাঙ্গেরির বিরুদ্ধে ফিফা বিশ্বকাপের কোয়ালিফায়ারে জোড়া গোল পর্তুগিজ তারকার। নব্বই মিনিটের শেষে ২-২ গোলে ম্যাচ ড্র হয়। ২২ মিনিটে নিজের প্রথম গোল করেন সিআরসেভেন। বিশ্বকাপের কোয়ালিফায়ারে নিজের ৪০তম গোল করে গুয়াতেমালার কার্লোস রুইজকে ছাপিয়ে যান। প্রথমার্ধের স্টপেজ টাইমে নিজের ৫০তম বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে ৪১তম গোল করেন আল নাসেরের স্ট্রাইকার।
বিশ্ব ফুটবলের ইতিহাসে কয়েকটা উল্লেখযোগ্য রেকর্ড রয়েছে রোনাল্ডোর নামে। সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোল তাঁর। ১৩৩টি গোল করেছেন পর্তুগিজ তারকা। পুরুষদের জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। সংখ্যা ২১৫ ম্যাচেরও বেশি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল। তাঁর নামের পাশে ১৪টি গোল রয়েছে। জাতীয় দলের হয়ে ১৪৩ গোল করে ফেলেছেন। ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ৪১টি গোল করে ফেললেন রোনাল্ডো। ৩৯ গোল করে দ্বিতীয় স্থানে কার্লোস রুইজ। তৃতীয় স্থানে লিওনেল মেসি। ৭২ ম্যাচে তাঁর গোল সংখ্যা ৩৬। রোনাল্ডোর থেকে বেশি ম্যাচ খেলা সত্ত্বেও গোল সংখ্যায় পিছিয়ে আর্জেন্টাইন তারকা। তিন নম্বরে মেসি।
আরও পড়ুন: ভারত–অস্ট্রেলিয়া সিরিজের আগে ফিরে এল হ্যান্ডশেক বিতর্ক, মনস্তত্বের খেলা শুরু করে দিল অজিরা
