আজকাল ওয়েবডেস্ক:‌ বিশ্বকাপের আগেই মেসির মন্তব্যে বাড়ল জল্পনা। শুক্রবারই ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপবিন্যাস করা হবে। তার আগের দিন মেসি জানালেন, বিশ্বকাপে তাঁর খেলা নিশ্চিত নয়। হয়ত তিনি বাড়িতে বসে টিভিতে বিশ্বকাপের খেলা দেখতে পারেন। আর এরপরই মেসির বিশ্বকাপ খেলা নিয়ে শুরু হয়েছে জল্পনা।


এক সাক্ষাৎকারে বিশ্বকাপ বিষয়ক একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন মেসি। ২০২২ বিশ্বকাপ জয়ী ফুটবলার বলেছেন, ‘‌এটা নিয়ে আমাদের মধ্যে অনেক কথা হচ্ছে। আমাদের কোচ লিওনেল স্কালোনি ব্যাপারটা বুঝেছেন। এটা নিয়ে আলোচনাও হয়েছে। তবে আমার আশা বিশ্বকাপ খেলতে পারব। আগেও একাধিকবার বলেছি ২০২৬ বিশ্বকাপ খেলা আমার স্বপ্ন। তবে সবচেয়ে খারাপ হতে পারে, আমি হয়তো বাড়িতে বসে খেলা দেখলাম। কিন্তু সেটাও আমার কাছে আলাদা অনুভূতি হবে।’‌ 


২০২২ সালে এসে স্বপ্নপূরণ হয়েছিল মেসির। কাতারে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ফ্রান্সকে হারিয়ে। আমেরিকায় খেললে তিনি ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামবেন। এলএমটেন বলেছেন, ‘‌বিশ্বকাপ সব ফুটবলারের কাছেই আলাদা অনুভূতি। অন্তত আর্জেন্টিনার কাছে তো বটেই। আমরা একটা অন্য ধারণা নিয়ে বাঁচতে ভালবাসি।’‌


আগামী বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা কতটা?‌ আশাবাদী মেসি বলছেন, ‘‌আমাদের দলে অসাধারণ কিছু খেলোয়াড় রয়েছে। বছরের পর বছর সেটা সবাই দেখেছে। স্কালোনি আসার পর থেকে উত্তেজনা আরও বেড়েছে। দলের সকলেই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। মানসিকভাবে শক্তিশালী। ফুটবলাররা ট্রফি জিততে চায়। অনুশীলন বা ম্যাচেই সেটা বোঝা যায়। ওরা সকলেই নিজেদের উজাড় করে দেয়।’‌ এরপরই মেসি যোগ করেন, ‘‌বিশ্বকাপ আবার জিততে পারি। সেই দল আমাদের রয়েছে। আরও একবার চেষ্টা তো করাই যায়। তবে ছোটখাটো ব্যাপারগুলো ঠিক করতে হবে। যে কোনও দেশ আমাদের ছিটকে দিতে পারে। একটা শট পোস্ট লাগলে বা পেনাল্টিতে বাইরে মারলেই বিদায় নিতে পারি।’‌ 


কাতার বিশ্বকাপে টাইব্রেকারে আর্জেন্টিনা হারিয়েছিল নেদারল্যান্ডস এবং ফ্রান্সকে। মেসি বলেছেন, ‘‌আমরা পেনাল্টিতে জিতলেও দুটো ম্যাচেই বিপক্ষের থেকে ভাল খেলেছিলাম। যদিও পেনাল্টিতে হারের সম্ভাবনাও থাকে।’‌