আজকাল ওয়েবডেস্ক: মেসি কো গুসসা কিঁউ আতা হ্যায়! শান্ত স্বভাবের আর্জেন্টাইন অধিনায়ক কালেভদ্রে মেজাজ হারান। বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে প্যারাগুয়ের কাছে হার মানে আর্জেন্টিনা। সেই ম্যাচেই রেফারির দিকে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা গিয়েছে লিও মেসিকে। 

হাফ টাইমের সময়ে মেসির মেজাজ সপ্তমে চড়ে। ব্রাজিলীয় রেফারি ডারোঙ্কোর দিকে তেড়ে যান মেসি। রেফারিকে আঙুল দেখিয়ে বলেন, ''তুমি কাপুরুষ। তোমাকে আমি মোটেও পছন্দ করি না।'' 

বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে প্যারাগুয়ে ২-১ গোলে হারিয়ে দেয় আর্জেন্টিনাকে। ৮ বছর পর প্যারাগুয়ের কাছে হার মানে নীল-সাদা জার্সিধারীরা। এই ম্যাচে নামার আগে প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন নিদান দিয়েছিল মেসির নামাঙ্কিত জার্সি পরে মাঠে ঢুকতে পারবেন না কেউ। ম্যাচে মেসি-ম্যাজিক দেখা যায়নি। 

 

?ref_src=twsrc%5Etfw">November 16, 2024

অবশ্য মেসির সময়টাও ভাল যাচ্ছে না কয়েকদিন ধরে। ইন্টার মায়ামির জার্সিতে  প্লে অফ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ইন্টার মায়ামিকে। সেই হতাশার মধ্যেই প্যারাগুয়ের কাছে পরাস্ত হতে হয়েছে আর্জেন্টিনাকে। বিরতির সময় খেলার ফল ছিল ১-১। ব্রাজিলীয় রেফারির কিছু সিদ্ধান্ত মেনে নিতে পারেননি এলএম ১০। প্রথমার্ধের খেলা শেষ হতেই মেসি ফেটে পড়েন রাগে। তেড়ে যান রেফারির দিকে। তাঁকে ভীরু কাপুরুষ বলে উল্লেখ করেন।