আজকাল ওয়েবডেস্ক: বারুদে ঠাসা ম্যাচ ছিল। মাঠে বল গড়ানোর আগে থেকেই রেফারি ও রিয়াল মাদ্রিদের মধ্যে তীব্র সমস্যা ছিল। 

রিয়াল সাংবাদিক  বৈঠক বয়কট করে। গুঞ্জন শুরু হয়  কোপা দেল রে ফাইনালে নামবে না রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ  নামল। 

ঘটনাবহুল লড়াই দেখা গেল কোপা দেল রে ফাইনালে।  শেষ পর্যন্ত বার্সেলোনা ৩-২ গোলে রিয়ালকে হারিয়ে খেতাব জিতল।  খেলার একেবারে শেষের দিকে লাল কার্ড বর্ষিত হল। তিনটি লাল কার্ড দেখেন রিয়াল মাদ্রিদের তিন তারকা। 

প্রথমার্ধের ২৮ মিনিটে পেদ্রির গোলে এগিয়ে যায় বার্সা। বিরতির পর পাল্টা দেয় রিয়ালও। দুই গোল করে এগিয়ে যায় তারা। ফ্রি কিক থেকে এমবাপে সমতা ফেরান। চুয়োমনি ২-১ করেন রিয়ালের হয়ে। ফেরান তোরেস সমতা ফেরান বার্সার হয়ে। 

নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২। অতিরিক্ত সময়ে সবাই যখন মনে করছেন ম্যাচ যাবে পেনাল্টি শুট আউটে, ঠিক তখনই কহানি মে টুইস্ট। 

১১৬ মিনিটে বার্সা ডিফেন্ডার জুলস কুন্দের জোরালো  শটে ৩-২ করে ফেলে হ্যান্সি ফ্লিকের দল। ২৫ গজ দূর থেকে কামান দাগা শটে গোল করেন তিনি। 


রিয়ালকে হারিয়ে কোপা দেল রে খেতাব জয়ের পর মাঠেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইয়ামাল। ১৭ বছর বয়সী এই তারকা ম্যাচের আগে রোনাল্ড আরাউহোর সঙ্গে কথোপকথনের কথা তুলে ধরে বলেন, ''হোটেলে আমার সঙ্গে আরাউহোর যখন কথা হচ্ছিল, তখন বলেছিলাম আমরা এক গোল করলেই আর কোনও সমস্যা হবে না। আর যদি ওরা দুই গোল করে ফেলে? তবুও সমস্যা নেই। এই বছর ওরা আমাদের হারাতে পারবে না। আমরা সেটাই করে দেখালাম।'' 

এখনও অবশ্য এল ক্লাসিকো বাকি। ১১ মে ন্যু ক্যাম্পেই ফের এল ক্লাসিকো।