আজকাল ওয়েবডেস্ক: প্যারিস সাঁ জাঁ থেকে রিয়াল মাদ্রিদে এসেছেন তিনি। ফুটবলদুনিয়ার চোখ তাঁর দিকে। কিলিয়ান এমবাপের ছোঁয়ায় রিয়াল মাদ্রিদ মেঘের উপর দিয়ে হাঁটবে, এমনটাই ভেবেছিলেন ফুটবলবিশেষজ্ঞরা। কিন্তু স্প্যানিশ মিডিয়ার খবর অনুযায়ী, কিলিয়ান এমবাপে ইতিমধ্যেই রিয়াল মাদ্রিদে বিরক্ত হয়ে উঠেছেন। তিনি মনে করছেন প্যারিস সাঁ জাঁ ছেড়ে মাদ্রিদের বিখ্যাত ক্লাবে খেলতে আসাটা চরম ভুল।
তারকা ঠাসা রিয়াল মাদ্রিদ হঠাৎই আকাশ থেকে আছড়ে পড়েছে বাস্তবের রুক্ষ্ম জমিতে। এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে চার গোলে বিধ্বস্ত হতে হয়েছে। তাও আবার সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে বার্সা 'দাদাগিরি' দেখিয়ে এসেছে।
এখানেই সব কিছুর শেষ নয়। এসি মিলানও ৩-১ গোলে হারিয়েছে লস ব্ল্যাঙ্কোসকে। পত্র পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, ফরাসি তারকাকে তাঁর নিজের পজিশনে খেলতে দেওয়া হচ্ছে না। এমবাপে উইং দিয়ে ঝড় তোলেন। ডানা মেলে ওড়েন। কিন্তু রিয়ালে এমবাপেকে স্ট্রাইকার পজিশনে খেলানো হচ্ছে, যেটা একেবারেই চান না এমবাপে স্বয়ং।
প্রতিবেদনে লেখা হয়েছে, সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতে রাজি নন এমবাপে। কিন্তু রিয়াল ম্যানেজার কার্লো অ্যানচেলোত্তির হাতে বিকল্প যে কম। এমবাপে এবং ভিনিসিয়াস জুনিয়র উভয়েই লেফট উইংয়ে খেলতে পছন্দ করেন। ফলে অ্যানচেলোত্তি পড়েছেন মহাসমস্যায়।
রিয়ালের প্রাক্তন তারকা করিম বেনজিমা সম্প্রতি এমবাপেকে পরামর্শ দিয়ে বলেছেন, ''আমার কাছে সমস্যাটা হল, এমবাপে জাতীয় দলেও স্ট্রাইকার হিসেবে খেলে না। নাম্বার নাইন হিসেবে খেলতে ও স্বচ্ছন্দ বোধ করে না। এটা ওর পজিশন নয়।''
বেনজিমা আরও বলেন, ''বাঁ দিকে আরও একজন রয়েছে যে প্রায় এমবাপের সমকক্ষ। আমি ভিনিসিয়াসের কথা বলছি। ভিনিসিয়াস নাম্বার নাইন হিসেবে খেলতে পারে না। এমনকী রাইট উইংয়েও খেলতে পারে না ভিনিসিয়াস। লেফট উইংয়ে খেলে প্রতিটি ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে ও। এমবাপে প্রকৃত নাম্বার নাইন নয়। মানুষ এমবাপের সম্পর্কে অনেক কথা বলেন। ওর উপরে চাপ রয়েছে। এটা প্যারিস সাঁ জাঁ নয় এটা বুঝতে পারছে এমবাপে।'' লা লিগায় এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে রয়েছে। টেবল টপার বার্সেলোনার থেকে ৯ পয়েন্ট পিছিয়ে তারা।
