আজকাল ওয়েবডেস্ক: ভাগ্য ফেরানোর জন্য প্রাক্তনের শরণাপন্ন রাজস্থান রয়্যালস। হেড কোচ হিসেবে ফেরানো হল কুমার সাঙ্গাকারাকে। বর্তমানে রাজস্থানের ক্রিকেট ডিরেক্টরের ভূমিকায় শ্রীলঙ্কান তারকা। এর পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির হেড কোচের দায়িত্ব তুলে দেওয়া হল তাঁর হাতে। অর্থাৎ, আসন্ন মরশুমে রাজস্থানে দ্বৈত ভূমিকায় দেখা যাবে সাঙ্গাকারাকে। সোমবার ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ঘোষণা করা হয়। আগের বছর কোচ করে আনা হয় রাহুল দ্রাবিড়কে। কিন্তু সাফল্য আসেনি। নবম স্থানে শেষ করে রাজস্থান। আরও একবছর চুক্তি ছিল তাঁর সঙ্গে। কিন্তু স্বেচ্ছায় কোচের দায়িত্ব ছেড়ে দেন। 

এর আগে ২০২১ থেকে ২০২৪ রাজস্থান রয়্যালসের হেড কোচ ছিলেন সাঙ্গাকারা। তাঁর কোচিংয়ে সবচেয়ে সফল ছিল ফ্র্যাঞ্চাইজি। তাঁর জমানায় ২০২২ আইপিএল ফাইনালে পৌঁছয় রাজস্থান। ২০২৪ সালে প্লে অফে ফেরে। কিন্তু গতবছর আবার ব্যর্থতা। যার ফলে নতুন মরশুমের আগেই সরে যান দ্রাবিড়। পুরোনো ভূমিকায় ফিরে আবার খুশি শ্রীলঙ্কার প্রাক্তন তারকা। সাঙ্গাকারা বলেন, 'আমি হেড কোচ হিসেবে ফিরতে পেরে খুশি। প্রতিভাবান ক্রিকেটারদের সঙ্গে কাজ চালিয়ে যেতে চাই। শক্তিশালী কোচিং স্টাফ পেয়ে স্বস্তিতে। সবাই অভিজ্ঞতাসম্পন্ন। আমরা নিজেদের লক্ষ্য সম্বন্ধে অবগত।' 

সাঙ্গাকারাকে আবার পুরোনো ভূমিকায় ফেরাতে পেরে খুশি ম্যানেজমেন্ট। ফ্র্যাঞ্চাইজির মালিক মনোজ বাদালে বলেন, 'কুমার হেড কোচ হিসেবে ফেরায় আমরা উচ্ছ্বসিত। আমাদের মনে হয়েছে এইমুহূর্তে দলের প্রয়োজনীয়তা অনুযায়ী ওকে হেড কোচ হিসেবে ফেরানো দরকার। দলের সবার সঙ্গে ও পরিচিত। আমাদের ক্রিকেট সংস্কৃতি জানে এবং বোঝে। ও দলে ভারসাম্য ফেরাতে পারবে।নেতা হিসেবে ওর ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। ওর স্বচ্ছতা, শান্ত মনোভাব এবং ক্রিকেটীয় বুদ্ধি আমাদের এগোতে সাহায্য করবে।' সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে বিক্রম রাঠোরকে। ব্যাটিং এবং টেকনিক্যাল প্রস্তুতিতে সাহায্য করবেন তিনি। ফাস্ট বোলিং কোচ থাকছেন শেন বন্ড। সহকারী কোচ ট্রেভর পেনি।