আজকাল ওয়েবডেস্ক: গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ম্যাচ ৫০-৫০। ৬ উইকেটের বিনিময়ে ২৪৭ রান দক্ষিণ আফ্রিকার। প্রথম দুটো সেশন প্রোটিয়াদের, শেষ সেশন ভারতের। দিনের অর্ধেকের বেশি সময় উইকেট পেতে কালঘাম ছোটে যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবদের। প্রথম দুই সেশনে নিজেদের মধ্যে একটি করে উইকেট ভাগ করে নেন বুমরা এবং কুলদীপ। প্রথম সেশনের শেষে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৮২। দ্বিতীয় সেশনের শেষে ২ উইকেট হারিয়ে ১৫৬ রান ছিল। তৃতীয় সেশনে ৪ উইকেট তুলে নেয় ভারতীয় বোলাররা।
টপ অর্ডার ব্যাটাররা শুরুটা ভাল করলেও, কেউই বড় রান পায়নি। ইডেনের পর আবার শুরুটা ভাল করেন তেম্বা বাভুমা। ৮২ রানে জোড়া উইকেট পড়ার পর ট্রিস্টান স্টাবসকে সঙ্গে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে নিয়ে যান প্রোটিয়া অধিনায়ক। কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ৪১ রানে আউট হন। একটুর জন্য অর্ধশতরান হাতছাড়া করেন স্টাবস। ৪৯ রানে ফেরেন। ক্রিজে আছেন সেনুরান মুথুস্বামী (২৫) এবং কাইলি ভেরানে (১)। তিন উইকেট কুলদীপ যাদবের। একটি করে উইকেট পান যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাভুমা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, প্রথম দু'দিন উইকেট ব্যাট করার জন্য ভাল। তৃতীয় দিন থেকে স্পিন করবে। কিন্তু গুয়াহাটিতে প্রথম দিনের শেষ সেশনেই কার্যকরী হয় স্পিনাররা। ছয় উইকেটের মধ্যে চার উইকেট স্পিনারদের। তিন উইকেট কুলদীপের, অন্য উইকেট জাদেজার। দক্ষিণ আফ্রিকার টপ ফাইভের সকলেই শুরুটা ভাল করে। কিন্তু বড় রানে কনভার্ট করতে পারেনি। যার ফলে বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি। তৃতীয় উইকেটে ৮৪ রান যোগ করেন বাভুমা-স্টাবস জুটি। অল্প রানের মধ্যে তিন উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। বাভুমার উইকেট টার্নিং পয়েন্ট। জাদেজার বলে যশস্বীর হাতে ধরা পড়েন। ষষ্ঠ উইকেটে ৪৫ রান যোগ করে টনি জর্জি এবং সেনুরান মুথুশ্বামী জুটি। প্রথম দুই সেশন তাঁদের পক্ষে না গেলেও, শেষ সেশনে টিম ইন্ডিয়াকে ম্যাচে ফেরায় বোলাররা। দ্বিতীয় দিনের শুরুতেই প্রোটিয়াদের বাকি চার উইকেট ফেলে দেওয়ার চেষ্টা করবেন বুমরা, কুলদীপরা। প্রোটিয়াদের ৩০০ রানের মধ্যে বেঁধে রাখার চেষ্টা করা হবে।
