আজকাল ওয়েবডেস্ক:‌ ছুটি চাইলেন কুলদীপ যাদব। ইডেন টেস্ট শুরুর আগেই ছুটি চেয়ে বসেছেন ভারতীয় স্পিনার। ইডেন টেস্টে প্রথম একাদশে অবশ্য রয়েছেন কুলদীপ যাদব। তবে ছুটির জন্য ভারতীয় স্পিনার সরাসরি আবেদন জানিয়েছেন কোচ গৌতম গম্ভীরকে। নভেম্বরের শেষ দিকে কুলদীপ ছুটি চেয়েছেন। যদিও তাঁর ছুটি এখনও মঞ্জুর করেননি ভারতীয় দলের কোচ।


কুলদীপের বিয়ে। সেই কারণে কয়েক দিনের জন্য ছুটির আবেদন জানিয়েছেন কুলদীপ। অপারেশন সিঁদুরের জন্য গত আইপিএল নির্ধারিত সময়ে শেষ করা যায়নি। আইপিএলের পর কুলদীপের বিয়ের কথা ছিল। প্রায় সব আয়োজনও হয়ে গিয়েছিল। কিন্তু আইপিএল তখনও শেষ না হওয়ায় বিয়ের পরিকল্পনা সে সময় বাতিল করতে বাধ্য হন কুলদীপ। আর দেরি করতে চাইছেন না বাঁহাতি স্পিনার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের পরই বিয়ে সেরে ফেলতে চান। তাই ভারতীয় দলের কোচের কাছে ছুটি চেয়েছেন।


ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্তা সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বিয়ের জন্য কুলদীপ যাদব নভেম্বরের শেষ সপ্তাহে ছুটি চেয়েছে। কবে থেকে ছুটি দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। দলে ওর প্রয়োজনের বিষয়টি খতিয়ে দেখে ম্যানেজমেন্ট জানাবে, কবে থেকে ছুটি পাবে।’‌ প্রসঙ্গত, কুলদীপ যে সময় ছুটি চেয়েছেন, সে সময় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজ রয়েছে ভারতের।


এটা ঘটনা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে একটিও টেস্ট খেলার সুযোগ পাননি কুলদীপ। তাঁকে শুধু সাদা বলের ক্রিকেটে ব্যবহার করেছিলেন গম্ভীর। প্রায় এক বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন গত অক্টোবরে। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টেও তাঁকে খেলানো হচ্ছে।