আজকাল ওয়েবডেস্ক: হর্ষিত রানা কেন ভারতীয় দলে? এই প্রশ্ন তুলে দিলেন নির্বাচকমণ্ডলীর প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণমাচারি শ্রীকান্ত। অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন হর্ষিত রানা। এর জন্য টিম ম্যানেজমেন্টকে দুষেছেন শ্রীকান্ত। তাঁর দাবি ভারতীয় দলের হেডস্যর গৌতম গম্ভীরের ইয়েসম্যান হিসেবে পরিচিত রানা।
সেই কারণেই তাঁর জায়গা হয়েছে। শ্রীকান্ত বলেছেন, ''এই ধরণের নির্বাচন ক্রমাগত করে তারা খেলোয়াড়দেরকেই বিভ্রান্ত করছে। এমনকী আমরাও প্রতিদিন নিশ্চিত নই যে কী হবে নির্বাচন। হঠাৎ যশস্বী জয়সওয়াল আসে এবং পরের মুহূর্তে সে আর থাকে না। স্থায়ী সদস্য হিসেবে কেবল একজনই আছে - হর্ষিত রানা। কেউ জানে না কেন ও দলে আছে। বারবার দল পরিবর্তন করে, তারা খেলোয়াড়দের আত্মবিশ্বাস নষ্ট করছে।''
আরও পড়ুন: কানপুরে অস্ট্রেলিয়া এ দলের খাদ্যে বিষক্রিয়া, দায় এড়িয়ে গেল বোর্ড...
হর্ষিত রানা দলে স্থায়ী সদস্য হিসেবে থেকে যান কিচু না করেই। আর রোহিত শর্মার মতো খেলোয়াড়ের কাছ থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া হয়। ভারতের ওয়ানডে দলে অধিনায়ক বদলের মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে রোহিত শর্মা যুগের। নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর নিশ্চিত করেছেন, শুভমান গিলের হাতে তুলে দেওয়া হয়েছে ভারতীয় ওয়ানডে দলের নেতৃত্ব। রোহিত এখনও সক্রিয় ক্রিকেটার হলেও, বোর্ডের মতে সময় এসেছে ভবিষ্যতের পরিকল্পনা শুরু করার।
ভারতের প্রাক্তন অধিনায়ক ও ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাসকার এই পরিবর্তনকে স্বাভাবিক হিসেবেই দেখছেন। তাঁর মতে, ২০২৭ সালের বিশ্বকাপের প্রস্তুতির দিক থেকে ভাবলে এটি জরুরি সিদ্ধান্ত। গাভাসকার জানিয়েছেন, রোহিত শর্মা নিজেও এই সিদ্ধান্তে সম্মত। গাভাসকার স্পোর্টস টককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা জানি না রোহিত শর্মা ২০২৭ সালের বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকবেন কি না। তিনি এখন কেবল ওয়ানডে খেলছেন, আর আন্তর্জাতিক ক্যালেন্ডারে ভারতীয় দলের খুব বেশি ওয়ানডে নেই। বেশিরভাগ সিরিজেই টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ থাকে। যদি বছরে মাত্র পাঁচ-সাতটা ওয়ানডে খেলা হয়, তাহলে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের জন্য পর্যাপ্ত অনুশীলন করার সময় পাওয়া যায় না। এই কারণেই শুভমান গিলকে প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দলই সবার আগে। ব্যক্তিগতভাবে রোহিত অনেক কিছু জিতিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপ, সবই তাঁর নেতৃত্বে এসেছে। তাঁর অধিনায়কত্ব নিয়ে কোনও প্রশ্ন নেই। কিন্তু তিনিও বুঝেছেন, যদি আগামী দু’বছরের কথা ভাবা হয়, তাহলে এখনই একজন তরুণ অধিনায়ককে গড়ে তুলতে হবে। এই ভাবনাই নির্বাচন কমিটির সিদ্ধান্তের মূল ভিত্তি।’ গাভাসকার আরও ইঙ্গিত দিয়েছেন, আগামী কয়েক মাসে ভারতীয় দলে আরও কিছু ‘কঠিন সিদ্ধান্ত’ আসতে পারে।
আরও পড়ুন: বিরাট-রোহিত নেই, তবুও ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টির টিকিট সব শেষ ...
